কলকাতা: শেষমেশ কলকাতায় পৌঁছে গেল এইচএমপি ভাইরাস। পাঁচমাসের এক শিশু HMP ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে দেশে আরও তিন শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এবার কলকাতায় এসে গেল এই ভাইরাস।
চিনের নয়া এই ভাইরাসে আক্রান্তের খোঁজ এদিন পাওয়া যায় ভারতে। কলকাতার আগে দেশের তিন শিশুর শরীরে HMP ভাইরাস পাওয়া যায়। তিন শিশুর মধ্যে ২ জন কর্নাটকের। আর একজন গুজরাটের। এদিন সকালেই ওই তিনশিশুর এইচএমপি ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পজিটিভ আসে। ওই তিন শিশুর কারও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। কীভাবে তারা আক্রান্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই পরিস্থিতিতে কলকাতায় এইচএমপি ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেল হল। সাড়ে ৫ মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের হদিস পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। কলকাতায় বাড়ি হলেও কর্মসূত্রে ওই শিশুর পরিবার মুম্বইয়ে থাকে। ওই শিশুর পরিবার নভেম্বরে মুম্বই থেকে কলকাতায় আসে। সেইসময় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপাতত সে সুস্থ রয়েছে। তবে তার এইচএমপি ভাইরাসের রিপোর্ট পজিটিভ।
কলকাতায় এইচএমপি ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেলেও এই নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই বলে জানালেন চিকিৎসক সুমন পোদ্দার। তিনি বলেন, HMP ভাইরাস নতুন নয়। এখনই উদ্বেগের মতো কিছু হয়নি। একদম শিশুদের ক্ষেত্রে নিমোনিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে।