Anandapur: আনন্দপুরে দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক ‘বন্ধু’

Kolkata: পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আবার নির্যাতিতার সহপাঠীও বটে। তিনি ফ্ল্যাটে কিছু জিনিস ফেলে গিয়েছেন এ কথা বলেই তিনি ফ্ল্যাটে ঢোকেন। ফ্ল্যাটে আসার পর ওই ছাত্রীকে কিছু খাবার ও তার সঙ্গে মাদক খাইয়ে দেওয়া হয়। তারপরই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

Anandapur: আনন্দপুরে দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক ‘বন্ধু’
তদন্তে নেমেছে পুলিশ Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Oct 10, 2025 | 4:07 PM

আনন্দপুর: আনন্দপুরের কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। তিনি শহরেরই একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা যাচ্ছে। নির্যাতিতার বাড়ি ব‍্যারাকপুরে। কলকাতায় বাড়ি ভাড়া করে থাকেন। সেখান থেকেই পড়াশোনা। অভিযোগ গত ২৬ তারিখ তাঁর এক বন্ধু ওই ভাড়া বাড়িতে আসেন। সেখানেই তাঁকে মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গত ৮ তারিখ আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। তারপরই মাঠে নামে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আবার নির্যাতিতার সহপাঠীও বটে। তিনি ফ্ল্যাটে কিছু জিনিস ফেলে গিয়েছেন এ কথা বলেই তিনি ফ্ল্যাটে ঢোকেন। নির্যাতিতা যে ফ্ল্যাটে ভাড়ায় থাকেন সেখানেই থাকেন অভিযুক্তের এক বান্ধবীও। ঘটনার সময়ে সেই বান্ধবী ছিলেন না বলে জানা যাচ্ছে। ফ্ল্যাটে আসার পর ওই ছাত্রীকে কিছু খাবার ও তার সঙ্গে মাদক খাইয়ে দেয় ওই যুবক। কিছু সময়ের মধ্যে ওই তরুণী সংজ্ঞাহীন হয়ে গেলে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সবটাই পুলিশকে জানিয়েছেন ওই তরুণী। ইতিমধ্যেই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। পুরোদমে তদন্তও চালাচ্ছে আনন্দপুর থানার পুলিশ। 

অন্যদিকে পুলিশ সূত্রে এও জানা যাচ্ছে ইতিমধ্যেই ওই ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা হয়ে গিয়েছে। গোপন জবানবন্দীর জন্যও আদালতে আবেদন জানান হয়েছে। আগামী ১৩ তারিখ আলিপুর আদালতে সেই গোপনজবন্দীর প্রক্রিয়া হবে বলে জানা যাচ্ছে। তবে অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ। তিনি পলাতক বলে জানা যাচ্ছে। বাড়ি সন্তোষপুর এলাকায়। তাঁর খোঁজে পুরোদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। কথা বলা হচ্ছে অন্য়ান্য বন্ধু-বান্ধবদের সঙ্গেও। একইসঙ্গে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতা।