Kolkata Police: অভিষেকের নাম নিয়ে ভোটে টিকিট পাইয়ে দেওয়ার কথা বলে তোলাবাজির চেষ্টা, ধৃত ব্যক্তি

Kolkata Police: পুলিশ অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে পার্কস্ট্রিটের একটি হোটেলে হানা দেয়। সেখান থেকে শেখ নাজমুলকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি কোন উদ্দেশ্যে অভিষেকের নাম নিয়ে তোলাবাজির চেষ্টা করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

Kolkata Police: অভিষেকের নাম নিয়ে ভোটে টিকিট পাইয়ে দেওয়ার কথা বলে তোলাবাজির চেষ্টা, ধৃত ব্যক্তি
পার্কস্ট্রিটের একটি হোটেল থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 06, 2025 | 9:52 AM

কলকাতা: আর কয়েকমাস পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে তৃণমূলের টিকিট দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম নেন ওই ব্যক্তি। অভিযোগ পাওয়ার পর শেখ নাজমুল হোদা নামে ওই ব্য়ক্তিকে গ্রেফতার করেছে শেক্সপিয়র থানার পুলিশ। পার্কস্ট্রিটের একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এদিন ধৃতকে আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে বিধানসভা নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার টোপ দেন অনেককে। তোলাবাজির চেষ্টা করেন। অভিষেকের নাম নিয়ে তোলাবাজির চেষ্টার কথা তৃণমূল নেতৃত্বের কানেও পৌঁছয়। তারপরই শেক্সপিয়র থানায় অভিযোগ দায়ের হয়।

পুলিশ অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে পার্কস্ট্রিটের একটি হোটেলে হানা দেয়। সেখান থেকে শেখ নাজমুলকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি কোন উদ্দেশ্যে অভিষেকের নাম নিয়ে তোলাবাজির চেষ্টা করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তৃণমূল নেতৃত্ব বারবার বার্তা দিয়েছে, ছাব্বিশের নির্বাচনে কারা টিকিট পাবেন, তা দলের শীর্ষ নেতৃত্ব ও তৃণমূল সুপ্রিমো ঠিক করবেন। তার মধ্যে এভাবে অভিষেকের নাম নিয়ে তোলাবাজির চেষ্টার পিছনে কোনও চক্র কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। শাসকদলের বার্তা, এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা তদন্ত করে দেখুক পুলিশ।