বেহালা: বেহালার পর্ণশ্রীতে নিজের সার্ভিস রিভলবারের গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যু হল পুলিশকর্মীর। পুলক ব্যাপারী নামে বছর পঁয়ত্রিশের ওই কনস্টেবল ওয়ারলেস ব্র্যাঞ্চে কর্মরত ছিলেন। বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গোপাল মিশ্র রোডে একটি আবাসনের দোতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বিগত প্রায় এক বছর ধরে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ওই ফ্ল্যাটের ভিতরেই নিজের সার্ভিস রিভলবারে গুলিবিদ্ধ হন তিনি। গুলি লাগে পুলিশ কনস্টেবলের মাথায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, ওই ভাড়া নেওয়া ফ্ল্যাটে পরিবারকে সঙ্গে নিয়েই থাকতেন মৃত পুলিশকর্মী। যখন তিনি গুলিবিদ্ধ হন, সেই সময় স্ত্রী-পুত্র বাড়িতেই ছিল বলে স্থানীয় সূত্রে খবর। আজ বিকেল আনুমানিক চারটে নাগাদ প্রতিবেশীরা ওই ফ্ল্যাটের ভিতর থেকে বিকট জোরে গুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে যান। খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় পুলিশ কনস্টেবল পুলক ব্যাপারীকে ফ্ল্যাটের থেকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই মৃত্যু হল পুলিশ কনস্টেবলের।
যদিও কীভাবে এই অঘটন ঘটল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আত্মঘাতী হয়ে থাকতে পারেন ওই পুলিশ কনস্টেবল। তবে যদি আত্মঘাতী হয়ে থাকেন, তবে কী কারণে এই সিদ্ধান্ত নিলেন তিনি, সেটি এখনও পরিষ্কার নয়। বেহালার পর্ণশ্রী থানার পুলিশ ইতিমধ্য়েই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন লালবাজারের ফরেন্সিক বিভাগের অফিসাররাও। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।