AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gunshot in Kolkata: বড়দিনের রাতে খাদ্য ভবনে চলল গুলি, মৃত্যু পুলিশকর্মীর

Kolkata Police: এদিন রাতে ডিউটিতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই মৃত্যু পুলিশকর্মীর। গুলি লেগেছে ওই পুলিশকর্মীর বুকে। ৫৩ বছর বয়সি ওই কনস্টেবলের নাম তপন দাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

Gunshot in Kolkata: বড়দিনের রাতে খাদ্য ভবনে চলল গুলি, মৃত্যু পুলিশকর্মীর
খাদ্য ভবনImage Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 26, 2023 | 12:12 AM
Share

কলকাতা: বড়দিনের রাতে খাদ্য ভবনে চলল গুলি। খাদ্য ভবনের ভিতরে রিজার্ভ ফোর্স ব্যারাকে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে। এদিন রাতে ডিউটিতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই তিনি জখম হয়েছেন। গুলি লেগেছে ওই পুলিশকর্মীর বুকে। ৫৩ বছর বয়সি ওই কনস্টেবলের নাম তপন দাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর রাতে সেখানেই মৃত্যু হয় পুলিশকর্মীর। গোটা শহর যখন বড়দিনের আনন্দে মাতোয়ারা, তখন আচমকা এই ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে এদিন রাত আটটা নাগাদ। কীভাবে গুলি চলল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র মারফত জানা যাচ্ছে,  কলকাতা পুলিশের ওই কনস্টেবলের বাড়ি হরিণঘাটায়। তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এদিক সোমবার রাতের ওই ঘটনার পর রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। প্রায় মিনিট দশেক তিনি সেখানে ছিলেন বলে খবর। তবে কি কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছেন লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা।

জানা যাচ্ছে,  তাপস পাল নামে ওই পুলিশকর্মীর আজ নাইট ডিউটি ছিল। ঘটনার সময় নিউ মার্কেট থানা এলাকায় খাদ্য ভবনের ভিতরে রিজার্ভ ফোর্সের ব্যারাকে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ডিউটিতে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে যায়। নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই গুরুতর আহত হন ওই কনস্টেবল। পরবর্তীতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।