R G Kar আসার পথে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব মহিলার

Sourav Dutta | Edited By: Soumya Saha

Sep 16, 2023 | 12:27 PM

Child Birth in Ambulance: অ্যাম্বুলেন্স চালকের তৎপরতায় অবশ্য দ্রুত মাবিয়া বিবিকে হাসপাতালের ওয়ার্ডে নিয়ে যাওয়া সম্ভব হয়। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। আপাতত মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছে বলে জানা যাচ্ছে। তৃতীয় সন্তানের জন্মের পর খুশি মাবিয়ার স্বামী সাদ্দাম মোল্লাও।

R G Kar আসার পথে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব মহিলার
আর জি কর হাসপাতালে অ্যাম্বুলেন্স
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: অ্য়াম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন প্রসূতি। ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত সাতুলিয়ার বাসিন্দা মাবিয়া বিবির আজ সকালেই প্রসব যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে স্ত্রীকে নিয়ে আর জি কর হাসপাতালের উদ্দেশে রওনা দেন তাঁর স্বামী সাদ্দাম মোল্লা। কিন্তু অ্যাম্বুলেন্স হাসপাতালের স্ত্রী রোগ বিভাগ পর্যন্ত পৌঁছনোর আগেই সন্তানের জন্ম দেন মাবিয়া। অ্যাম্বুলেন্স চালকের তৎপরতায় অবশ্য দ্রুত মাবিয়া বিবিকে হাসপাতালের ওয়ার্ডে নিয়ে যাওয়া সম্ভব হয়। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। আপাতত মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছে বলে জানা যাচ্ছে। তৃতীয় সন্তানের জন্মের পর খুশি মাবিয়ার স্বামী সাদ্দাম মোল্লাও।

সাদ্দাম জানাচ্ছেন, স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পেয়ে গিয়েছিলেন। সকাল সাড়ে সাতটা নাগাদ সাতুলিয়া থেকে আর জি কর হাসপাতালের উদ্দেশে রওনা দেন। কিন্তু হাসপাতাল পর্যন্ত পৌঁছনোর আগেই স্ত্রী সন্তান প্রসব করেন। আর জি কর হাসপাতালের কাছে গাড়ি পৌঁছতেই সন্তান প্রসব করেন মাবিয়া। রাস্তার ধারেই অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তানের জন্ম দেন মাবিয়া বিবি। এরপর হাসপাতালে ঢুকতেই সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে তাঁদের ওয়ার্ডের ভিতরে নিয়ে যাওয়া হয়। মা ও মেয়ে সুস্থ থাকার খবর পেয়ে সাদ্দাম বলছেন, ‘মেয়ে হয়েছে। এটা আমার তৃতীয় সন্তান। আমি খুব খুশি।’

হাসাপাতালের চিকিৎসক ও কর্মীদের পাশাপাশি অ্যাম্বুলেন্স চালককেও ধন্যবাদ জানাচ্ছেন সাদ্দাম। জানাচ্ছেন খুব তৎপরতার সঙ্গে অ্যাম্বুলেন্স চালক গাড়ি নিয়ে এসেছেন হাসপাতালে। এরপর রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসবের পরও দ্রুত অ্যাম্বুলেন্স হাসপাতালে ঢুকিয়ে দেন তিনি। অ্যাম্বুলেন্স চালক আশরাফুল মোল্লা জানাচ্ছেন, এমন অভিজ্ঞতা এর আগে তাঁর সঙ্গে কখনও হয়নি।

Next Article