
কলকাতা: রবিবার সাতসকালে স্নান করতে এসে তলিয়ে গিয়ে মৃত্যু নাবালকের। ব্যাপক চাঞ্চল্য রবীন্দ্র সরোবরে। মৃত কিশোরের নাম শীবম শাহ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর রবিবার সকালে শীবম-সহ তার দুই বন্ধু স্নান করতে আসে রবীন্দ্র সরোবরে। তারা সাঁতার কাটতে পারে বলে জানিয়েছিল সিকিউরিটিদের। হঠাৎই দু’জন এসে জানায় তাদের বন্ধু শীবম জলে ডুবে গিয়েছে। খবর চাউর হতেই শোরগোল পড়ে গেল এলাকায়।
উত্তেজনার মধ্যেই খবর যায় রবীন্দ্র সরোবরে। পুলিশ এসে শিবমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা। ঘটনায় সরোবরের নিরাপত্তা ও প্রশিক্ষকদেরর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, আগে এখানে লাইভ সেভার প্রশিক্ষক থাকত। ৮-৯ বছর সেটাও নেই।
স্থানীয় সূত্রে খবর, সাঁতারের প্রশিক্ষণ রয়েছে কিনা জিজ্ঞেস করাতে সিকিউরিটিকে কার্যত জোরের সঙ্গেই ওই কিশোর জানিয়েছিল তাঁর প্রশিক্ষণ রয়েছে। কিন্তু, তারপরেও কী করে এ ঘটনা ঘটল তা বুঝতে পারছেন না কেউ। স্থানীয়দের অনেকের অনুমান, সাঁতার ঠিক মতো জানত না ওই কিশোর। ফলে জলে নামার পরেই তলিয়ে যায়। চেষ্টা করেও বাঁচাতে পারেনি বন্ধুরা। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সরোবরের সিকিউরিটি গার্ড বলছেন, “আমি ওদের তিনজনকেই জিজ্ঞেস করেছিলাম সাঁতার জানে কিনা। বলল হ্যাঁ সাঁতার জানি। তারপর ঢুকে যায় ভিতরে। তিনজনেই জলে নামে। মিনিট ১৫ এসে দু’জন বলছে ডুবে গিয়েছে আর একজন। তারপরই আমি পুলিশকে খবর দিই।”