
কলকাতা: সোমবার গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা অর্জুন সিং, রাকেশ সিং। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি। নাকে ঢোকানো নল, শীর্ণকায় চেহারা। হাসপাতালের বেডে শুয়ে প্রাক্তন ছবি। যে ছবি অত্যন্ত নাড়া দিয়েছে।
এখন কেমন রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিতকে দেখে বেরিয়ে শুভেন্দু বলেন, “অনেকটাই স্বাস্থ্যের উন্নতি হয়েছে। কথাও বলেছেন। এখানকার চিকিৎসা ব্যবস্থা খুব ভাল। অভিজিৎবাবু নিজেই নিজের ক্যালকুলেশন অনুযায়ী বললেন, তিনি ৬০ শতাংশ উন্নতি করেছেন। তবে ওনার তো স্থায়ী রোগ কিছু রয়েছে। ইনসুলিন নেন, সুগারের সমস্যাটা জটিল। আজকে ওনার সিটি স্ক্যান হবে।”
শুভেন্দু জানান, ইতিমধ্যে প্রধানমন্ত্রী দফতর থেকে অভিজিতবাবুর স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা অভিজিতবাবুর ভাইপোর সঙ্গেও কথা বলেছেন। শীর্ষ নেতৃত্বও গোটা বিষয়টির ওপর পুরো নজর রেখেছে বলে জানান শুভেন্দু।
চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও বিপন্মুক্ত নন। প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন, প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে তাঁর। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিজিৎকে।
তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ। হাসপাতালে যখন ভর্তি হন, তখন তাঁর বমিও হচ্ছিল। সাংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্ন্যাশয়ের প্রদাহ রয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। ইঙ্গিত, গ্যাস্ট্রোএন্টেরাইটিসেরও অর্থাৎ পরিপাকতন্ত্রের সংক্রমণের আশঙ্কা। অভিজিতের হৃদয়ের স্বাস্থ্যও খুব একটা ভাল নয় বলে চিকিৎসকরা রিপোর্টে জানিয়েছেন। আপাতত চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন।