Abhijit Gangopadhyay: নাকে ঢোকানো নল, শীর্ণকায় অবস্থা, সামনে এল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি, হাসপাতাল থেকে বেরিয়ে কী বললেন সুকান্ত?

Abhijit Gangopadhyay: সুকান্ত মজুমদার বলেন, "উনি পর্যবেক্ষণে রয়েছেন। আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। যা মনে হল, কম করে হলেও এখনও ১০ দিন থাকবে হবে। এই ধরনের রোগের লম্বা চিকিৎসার প্রয়োজন।"

Abhijit Gangopadhyay: নাকে ঢোকানো নল, শীর্ণকায় অবস্থা, সামনে এল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি, হাসপাতাল থেকে বেরিয়ে কী বললেন সুকান্ত?
Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 16, 2025 | 3:43 PM

প্রদীপ্তকান্তি ঘোষ: নাকে ঢোকানো নল, শরীর ভেঙে গিয়েছে। সামনে এল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন বিচারপতি  তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি। সোমবার সকালে তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই সূত্রেই অভিজিতের ছবি আসে সামনে।

সুকান্ত মজুমদার বলেন, “উনি পর্যবেক্ষণে রয়েছেন। আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। যা মনে হল, কম করে হলেও এখনও ১০ দিন থাকবে হবে। এই ধরনের রোগের লম্বা চিকিৎসার প্রয়োজন।”

এখনও আইসিইউ-তেই চিকিৎসাধীন অভিজিৎ। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও বিপন্মুক্ত নন। প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন, প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে তাঁর। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিজিৎকে।

তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ। হাসপাতালে যখন ভর্তি হন, তখন তাঁর বমিও হচ্ছিল। সাংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্ন্যাশয়ের প্রদাহ রয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। ইঙ্গিত, গ্যাস্ট্রোএন্টেরাইটিসেরও অর্থাৎ পরিপাকতন্ত্রের সংক্রমণের আশঙ্কা।

সেই অনুযায়ী সাত সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়। সেই অনুযায়ী চলছিল চিকিৎসা। কিন্তু সোমবার সকালে অভিজিতের  ইকো কার্ডিওগ্রাফির রিপোর্ট হাতে পান চিকিৎসকরা। সূত্রের খবর, সেই রিপোর্ট দেখেও উদ্বিগ্ন চিকিৎসকরা। তড়িঘড়িমেডিক্যাল বোর্ডে যুক্ত করা হয় একজন কার্ডিওলজিস্টকে। অর্থাৎ বিজেপি সাংসদের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে আট। জানা গিয়েছে, প্যানক্রিয়াটাইটিসের সমস্যার পাশাপাশি সাংসদের উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, থাইরয়েডের অসুস্থতা ঘিরে উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা। সোমবার সন্ধ্যায় আবারও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মেডিক্যাল বুলেটিন প্রকাশ করবেন চিকিৎসকরা।