কলকাতা: সোমবার পর্যন্ত তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। মঙ্গলবার সকাল থেকে তাঁর পরিচয় রাজনীতিক। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বিচারপতি পদ ছেড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোন দলে যাচ্ছেন, সেটাও জানিয়ে দিয়েছেন। আর তাঁর এই একটা সিদ্ধান্তেই বাকি বদলে গিয়েছে পুলিশের আচরণ। TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আদালত ছেড়ে রাজনীতিতে আসার পরই বদলে গিয়েছে পুলিশের আচরণ। মঙ্গলবার দুপুরেই সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। আর সেই সাংবাদিক বৈঠকে যথেষ্ট নিরাপত্তা ছিল না বলে দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তিনি বলেন, “আমার এলাকায় পুলিশের আচরণে তফাৎ দেখতে পাচ্ছি। আমার কাছে খবর ছিল কোনও একটা রাজনৈতিক দলের তরফে বিশৃঙ্খলা তৈরি করা হবে। সাংবাদিক বৈঠকের জন্য তাই ২-৩ জন পুলিশ পাঠাতে বলেছিলাম। ওসির সঙ্গে কথা বলেছিলাম। কাউকে পাঠাননি। কোনও খবরও দেননি।” যোগাযোগ করা হলে কী বলেছে পুলিশ? অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানান পুলিশ জানিয়েছে, ২-১ জন সাদা পোশাকের পুলিশ বাদে বাকি পুলিশ পাঠাতে গেলে ওপর মহলকে জানাতে হবে। আর এই ওপর মহল নিয়ে তাঁর মনে সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
বিরোধীদের সঙ্গে এমন ঘটনা ঘটলে তো তাঁরা আদালতে যান। অভিজিৎ কোথায় যাবেন? তাঁর উত্তর, “আমি কোথাও যাব না। আজ মিডিয়াতে বললাম। কাল অন্য কোথাও বলব। আবার যদি তফাৎ বুঝতে পারি, তাহলে মানুষের কাছে বলব। তাঁরা বুঝে নেবেন।” রাজ্যে কোনও গণতান্ত্রিক ব্যবস্থা নেই, কোনও সমানাধিকারের জায়গা নেই বলেও দাবি করেছেন তিনি।