কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিবাদ বাংলার রাজনীতিতে সর্বজনবিদিত। প্রায়শই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে একে অপরের দিকে তোপ দাগেন বাংলার এই দুই রাজনীতিক। বুধবার ইডি-র দফতর সিজিও কমপ্লেক্সে অভিষেকের হাজিরা ঘিরেও সেই লড়াইয়ের সাক্ষী থাকল রাজনৈতিক মহল। তৃণমূল সাংসদকে ইডি-র তলব নিয়ে বুধবার বিজেপি বিধায়ক শুভেন্দু কটাক্ষ করেছিলেন, “দ্যাখ কেমন লাগে।” ইডি দফতরে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে হাজিরা দিয়ে বেরনোর পর একই শব্দবন্ধ ব্যবহার করে শুভেন্দুকে পাল্টা দিলেন অভিষেক।
সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর পর অভিষেক বলেছেন, “নির্বাচন এলেই ডেকে পাঠায় ইডি-সিবিআই। এটা একটা প্রথার মতো হয়ে গিয়েছে। এখন যেহেতু ধূপগুড়িতে হেরেছে, পঞ্চায়েত নির্বাচনে গোহারা হেরেছে। তাই ডেকে হেনস্থা করছে। আবার দেখবেন তিন-চার মাস পর কোনও নির্বাচন আসবে তখন আবার ডাকাডাকি শুরু হবে।”
এই সব কথা যখন চলছিল তখনই এক সাংবাদিক অভিষেককে বলেন, “শুভেন্দু অধিকারী আজ বলেছেন ‘দ্যাখ কেমন লাগে’।” এর জবাবেই শুভেন্দুকে পাল্টা দিয়েছেন অভিষেক। সেই প্রসঙ্গেই তিনি টেনে এনেছেন ধূপগুড়ি উপনির্বাচনের প্রসঙ্গ। ধূপগুড়ি বিধানসভা বিজেপি থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। সেই প্রসঙ্গ তুলে অভিষেক শুভেন্দুর উদ্দেশে বলেছেন, “ওকে বলুন ধূপগুড়িটা ভাল লেগেছে? দ্যাখ কেমন লাগে?” এর পর অভিষেক বলেছেন, “আমি তদন্তকারী সংস্থা লাগিয়ে দ্যাখ কেমন লাগে বলতে চাই না। আমি নির্বাচনে হারিয়ে দ্যাখ কেমন লাগাতে চাই।”