Abhishek on Suvendu: ‘সব অভিযুক্তকে গ্রেফতার করুন, শুভেন্দুকে দিয়ে শুরু করুন’, নারদ কাণ্ড নিয়ে সরব অভিষেক

নারদ স্ট্রিং অপারেশনের প্রসঙ্গ নিয়েও বুধবার সরব হন অভিষেক। নারদ কাণ্ড নিয়ে অতীতে একাধিকবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারের দাবি তুলেছিলেন অভিষেক। নারদ কাণ্ডে বুধবার আরও একবার শুভেন্দুকে গ্রেফতারের দাবি তুললেন তিনি।

Abhishek on Suvendu: ‘সব অভিযুক্তকে গ্রেফতার করুন, শুভেন্দুকে দিয়ে শুরু করুন’, নারদ কাণ্ড নিয়ে সরব অভিষেক
নারদ নিয়ে সরব অভিষেক।Image Credit source: facebook

| Edited By: অংশুমান গোস্বামী

Sep 13, 2023 | 11:23 PM

কলকাতা: ৯ ঘণ্টারও বেশি সময় ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র অফিসে হাজিরার পর সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে সময়ই একাধিক বিষয় উঠে আসে অভিষেকের মুখে। এমনকি নারদ স্ট্রিং অপারেশনের প্রসঙ্গ নিয়েও বুধবার সরব হন অভিষেক। নারদ কাণ্ড নিয়ে অতীতে একাধিকবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারের দাবি তুলেছিলেন অভিষেক। নারদ কাণ্ডে বুধবার আরও একবার শুভেন্দুকে গ্রেফতারের দাবি তুললেন তিনি।

বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক প্রশ্ন করেন, নারদ মামলায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে কেন ডাকছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তখন সেখানে উপস্থিত এক সাংবাদিক প্রশ্ন করেন, শুভেন্দু ছাড়াও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। তাহলে কেন শুধু শুভেন্দুকে গ্রেফতারের দাবি করেন অভিষেক। এর জবাবে অভিষেক বলেছেন, “নারদে অভিযুক্ত সবাইকে গ্রেফতার করুন। শুভেন্দুকে দিয়ে শুরু করুন।”

নারদ কাণ্ডের ঘটনা যখন প্রকাশ্যে এসেছিল তখন তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও বাকি তৃণমূল নেতাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সে প্রশ্নও ওঠে। তার জবাবে অভিষেক জানিয়েছেন, সে সময় ঘটনাটি আদালতের অধীনে ছিল। তিনি প্রশ্ন করেন, ২০২১ সালে তিনি সাধারণ সম্পাদক হওয়ার পর এমন কোনও ঘটনা হয়েছে, যেখানে ব্যবস্থা নেওয়া হয়নি? এর পাশাপাশি নারদ কাণ্ডের তদন্ত নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই-এর ভূমিকাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এ বিষয়ে তিনি বলেছেন, “সিবিআই কি তৃণমূল চালায়?” এমনকি সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি অনাস্থা প্রকাশ করেন শুভেন্দু। সাংবাদিকদের কাছে সে ব্যাপারে শুনে শুভেন্দুর উদ্দেশে অভিষেক বলেছেন, “এত তাড়াতাড়ি আস্থা হারাতে বারণ করুন। বিজেপি থাকবে না কিন্তু ইডি, সিবিআই ও ভারতীয় সংবিধান থাকবে। ইন্ডিয়া সরকার ক্ষমতায় এলে শুভেন্দুকে গ্রেফতার করা হবে।”

প্রসঙ্গত, ২০১৬ সালে বিধানসভা ভোটের আগে একটি স্ট্রিং অপারেশন সামনে আনে বিজেপি। ম্যাথু স্যামুয়েলসের করা সেই স্ট্রিং অপারেশনে তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, সাংসদদের টাকা নিতে দেখা গিয়েছিল। এই ঘটনা নিয়ে ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। পরে আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর হাতে। এই মামলাতেই শুভেন্দুর গ্রেফতারি চেয়েছেন অভিষেক।