Maoist Leader Arrested: ‘ডাক্তার’কে জেরায় এসটিএফের হাতে গ্রেফতার আরও ২ মাওবাদী সদস্য
STF: সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই এসটিএফের কাছে খবর আসছিল, মুর্শিদাবাদ ও নদিয়ায় মাওবাদী সংগঠনের একটা বিস্তার হচ্ছে। এর আগে ডাক্তার নামে পরিচিত একজনকে গ্রেফতারও করা হয়। সূত্রের খবর তাঁকে জেরা করেই মণ্টু মল্লিক ও প্রতীক ভৌমিকের হদিশ পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ।

কলকাতা: দুই মাওবাদী সদস্যকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। মাওবাদী সংগঠনের নদিয়া-মুর্শিদাবাদ স্পেশাল এরিয়া কমিটির দুই সদস্যকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতদের নাম মণ্টু মল্লিক ও প্রতীক ভৌমিক। মুর্শিদাবাদের সুতির আহিরণ থেকে কলকাতা পুলিশের এসটিএফ তাঁদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, মণ্টু মল্লিক বেহালা সরশুনার এবং প্রতীক ভৌমিক নদিয়ার ধানতলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল ও বাইক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই এসটিএফের কাছে খবর আসছিল, মুর্শিদাবাদ ও নদিয়ায় মাওবাদী সংগঠনের একটা বিস্তার হচ্ছে। এর আগে ডাক্তার নামে পরিচিত একজনকে গ্রেফতারও করা হয়। সূত্রের খবর তাঁকে জেরা করেই মণ্টু মল্লিক ও প্রতীক ভৌমিকের হদিশ পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। মাওবাদী কার্যকলাপের উল্লেখ আছে তাতে। এছাড়াও প্রতীকের কাছ থেকে ৭.৬৫ মিমি পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ, ৪০ হাজার টাকা নগদ উদ্ধার হয়। একটি মোটর সাইকেলও উদ্ধার করেছে এসটিএফ। রবিবার ধৃতদের বিচার ভবনে সিটি সেশন কোর্টে তোলা হয়। ৩০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
