‘গান্ধী হওয়ার চেষ্টা করছেন’, রাজ্যপালকে তীব্র আক্রমণ সায়নীর
"একজন রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, এখন বাংলায় বিজেপির হাতের পুতুল সব গান্ধী হওয়ার চেষ্টা করছেন।'' এভাবেই রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) কে আক্রমণ করলেন তৃণমূলের (TMC) তারকা নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)।
কলকাতা: “একজন রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, এখন বাংলায় বিজেপির হাতের পুতুল সব গান্ধী হওয়ার চেষ্টা করছেন।” শীতলকুচি সফর নিয়ে এভাবেই রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) কে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) তারকা নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)।
এদিন কোচবিহারে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। মাথাভাঙা, দিনহাটা, শীতলকুচির ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকা ঘুরে দেখেন তিনি। বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন সংবাদ মাধ্যমের সামনে। মন্তব্য করেন, বাংলার পুলিশ শাসক দলের কর্মীদেরও ভয় পায়। রাজনৈতিক হিংসায় ঘরছাড়াদের বাড়ি ফেরার আহ্বান জানিয়ে রাজ্যপাল বলেন, প্রয়োজনে নিজে বুলেটের সামনে বুক পেতে দেবেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেও ফের একহাত নিয়েছেন ধনকড়।
এই প্রেক্ষিতেই তাঁকে নিশানা করলেন তৃণমূল নেত্রী-অভিনেতা সায়নী ঘোষ। নিজস্ব টুইটার হ্যান্ডেলে রাজ্যপালের মন্তব্য উদ্ধৃত করে তাঁর কটাক্ষ, গান্ধী হওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল। পাশাপাশি সায়নীর প্রশ্ন, “আপনার (রাজ্যপাল) হৃদয় কি তখন ভারাক্রান্ত হয়েছিল যখন বিজেপির উদ্ধত নেতারা বলেছিলেন ভোটের সময় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর হাতে আরও নির্দোষ প্রাণের বলি হওয়া উচিত ছিল?”
While one tried to be Tagore & miserably failed, now BJP’s stooge in Bengal trying to become all Gandhi. Did your chest show congestion when bjp top brass brazenly suggested that more innocent lives should have been lost at the hands of central armed police forces during polls? https://t.co/pHFIDE1gpp
— Saayoni ghosh (@sayani06) May 14, 2021
এদিকে মমতার নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের দিনই রাজ্যপাল জানিয়ে দেন রাজনৈতিক হিংসা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। এই সফর নিয়ে বুধবার রাজ্যপালকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। যেখানে বলা হয়, রাজ্যপালের রাজ্যের কোনও জেলা সফরের ক্ষেত্রে যে প্রথা রয়েছে, তা লঙ্ঘন করা হয়েছে।
কারণ, প্রথা অনুযায়ী, রাজ্যপাল যদি রাজ্যের কোনও জেলায় যান, সেক্ষেত্রে তা সরকারকে জানাতে হয়। কিন্তু রাজ্যপাল তা করেননি। এরপরও বৃহস্পতিবার শীতলকুচি (Sitalkuchi) যান জগদীপ ধনকড়। অভিযোগ, সেখানে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়। এর পর বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে তোপ দেগে ধনকড় জানিয়ে দেন শনিবার তিনি নন্দীগ্রাম যাবেন। সব মিলিয়ে রাজ্য সরকার বনাম রাজ্যপালের আক্রমণ ও প্রতি আক্রমণ অব্যাহত।