West Bengal Assembly Election 2021: মানুষ মরছে, মোদী ময়ূরকে দানা দিচ্ছেন: ব্রিগেডে অধীর
দিদি-মোদীর (Narendra Modi) রাজনৈতিক ডিএনএ এক। কোনও তফাৎ নেই।”
‘সংযুক্ত মোর্চা’য় সকলকে অভিনন্দনকে জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “এত বড় সভায় এই প্রথম বক্তব্য রাখছি। উত্তেজনা, আনন্দ, উচ্ছ্বাস আছে। একদিকে তৃণমূল, একদিকে বিজেপি—ওদের যোগ্য জবাব দিতে হবে। দিদি-মোদীর রাজনৈতিক ডিএনএ এক। কোনও তফাৎ নেই।”
Published on: Feb 28, 2021 04:05 PM