কলকাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে পরাস্ত করতে এক জোট হয়েছে দেশের প্রধান বিরোধী দলগুলি। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য ইতিমধ্যেই জোট গড়েছে বিরোধীরা। সেই জোটের নাম রাখা হয়েছে ইন্ডিয়া। ইতিমধ্যেই ওই জোটের ২টি বৈঠক হয়েছে। কিন্তু এই জোটের পর কোন রাজ্যে কে কাকে আসন ছাড়বে এবং দলগুলির মধ্যে আসন রফা কী ভাবে হবে তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। এ নিয়েই শনিবার প্রশ্ন করা হয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। সেখানে তিনি সাফ জানালেন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আসন ছাড়তে হবে কংগ্রেসকে।
ইন্ডিয়া জোট গঠনের পর বিজেপি বিরোধী লড়াইয়ে যৌথ কর্মসূচি এক সঙ্গে পালন করতে দেখা গিয়েছে বিরোধী দলগুলিতে। সংসদে সেই চিত্র ধরা পড়েছে। কিন্তু নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে। তৃণমূলের তরফে আসনে লড়া নিয়ে কোনও ঘোষণা না করা হলেও রাজ্যের ৪২টি আসনেই লড়াই করার কথা শোনা গিয়েছে ঘাসফুল শিবিরের নেতৃত্বের মুখে। সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল বহরমপুরের কংগ্রেস সাংসদকে। সেই প্রশ্নের জবাবে অধীর বলেছেন, “২০২৪ লোকসভা নির্বাচনে আসনরফা নিয়ে তৃণমূলের সঙ্গে কোনও আলোচনা হয়নি। তবে কংগ্রেসকে অবশ্যই আসন ছাড়তে হবে।”
অধীরের এই কথার রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে একটি কথা প্রায়শই শোনা যায়- যে আঞ্চলিক দল যেখানে শক্তিশালী সেখানে তারা লড়াই করবে। তৃণমূল সুপ্রিমোর মুখে এ কথা শোনা গিয়েছিল অতীতে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস লড়াই করবে আগামী লোকসভা নির্বাচনে। সেই বার্তায় আজ অধীর দিলেন বলে মনে করা হচ্ছে।