কলকাতা: শরীর আগের থেকে অনেকটাই ঝরে গিয়েছে। জেলমুক্তির পর থেকেই টহলদারিতে বেরিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কয়েকদিন আগেই গিয়েছিলেন বিধানসভায়। ১৫টা মাস জেলের অন্ধকার গহ্বরে কাটিয়ে অবশেষে পেয়েছেন মুক্তির বাতাস।
সেখান থেকে তিনি আভাস দিয়েছিলেন জেলমুক্তির পর প্রথমবার নিজের বিধানসভা কেন্দ্র হাবড়ায় যাওয়ার। সম্ভবনা ছিল আজ পূরণ হল। সরস্বতী পুজো মিটতেই নিজের বিধানসভা কেন্দ্রে পৌঁছে গেলেন তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। রাজনীতিতে বালু যে আবার একটি প্রাসঙ্গিক নাম হতে চলেছে, আকারে ইঙ্গিতে সেই বিষয়টিও এদিন বুঝিয়ে দিয়েছেন তিনি।
এদিন হাবড়ার বদরহাটের তৃণমূল কার্যালয়ে যান জ্যোতিপ্রিয়। মূলত, দলের ওই নতুন কার্যালয়ের উদ্বোধনেই সেখানে গিয়েছিলেন তিনি। জনসংযোগ করেন দলীয় কর্মীদের সঙ্গে। এরপর সেখান থেকে চলে যান হাবড়ার ২ নম্বর রেল গেটের দিকে। সেখানে গিয়ে স্থানীয় পুর কাউন্সিলর ও কর্মীদের সঙ্গে দেখা করেন তৃণমূল বিধায়ক।
স্থানীয় সূত্রে খবর, জেল ফেরত বিধায়ককে দেখে উৎসাহ দেখাতে কমতি রাখেননি কাউন্সিলর ও পুরকর্মীরা। এরপর সেখান থেকে মিছিল করে জ্যোতিপ্রিয়র নেতৃত্বে তারা এগিয়ে যায় হাবড়া পুরসভার দিকে। সেখানে গিয়ে চলে এক দফা বৈঠক। তারপর নিজের বিধানসভা কেন্দ্রের আরও কিছু কার্যালয়ে দিকে রওনা দেন জ্যোতিপ্রিয়, এমনটাই খবর দল সূত্রে।
তবে শুধু কার্যালয় সফর নয়। জনসংযোগে জোর দিতে নাকি ৩টি বনভোজনেও যেতে চলেছেন বালু। হাতে আর মাত্র একটা বছর। এগিয়ে আসছে ছাব্বিশের নির্বাচন। সূত্রের খবর, তার আগেই ফেলে আসা রাজনৈতিক আঙিনায় পুনরায় প্রাসঙ্গিক হতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। দলীয় কর্মী ও হাবড়ার ভোটারদের মনে ফের ভরসার জায়গা তৈরি করে নিতে তাই নিজেই ময়দানে নেমে পড়েছেন মমতার অন্যতম আস্থাভাজন।