
কলকাতা: শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝায় শীত কুপোকাত বাংলায়। ৩৭ দিন পর ১৬ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। নতুন করে আর পারদপতনের সম্ভাবনা নেই, তেমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পর পর ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার জোগানে বাধা তৈরি হচ্ছে। বাংলা জুড়ে বাড়ছে দিন-রাতের তাপমাত্রা। আগামী ৪-৫ দিনে তাপমাত্রায় বড় পরিবর্তন নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় নতুন করে পশ্চিম ঝঞ্ঝা ঢুকেছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৩০ জানুয়ারি অর্থাৎ শুক্রবার। দক্ষিণ পঞ্জাবের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত। তার জেরে বাংলায় উত্তরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। তবেসিকিমের উঁচু পাহাড়ে বরফ পড়ার পূর্বাভাস।
তবে দক্ষিণবঙ্গের সাত জেলায় কুয়াশার দাপট থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।