Manik Bhattacharya News: পার্থর পর কি এবার মানিককেও ছেঁটে ফেলতে চাইছে তৃণমূল?

Manik Bhattacharya News: পার্থর পর কি এবার মানিককেও ছেঁটে ফেলতে চাইছে তৃণমূল?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Oct 12, 2022 | 6:47 PM

নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। আর তারপর থেকেই মানিকের জন্য একটি শব্দও খরচ করতে নারাজ তৃণমূল

কলকাতা: গারদে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গরুপাচার মামলায় জেলে থাকা অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেও পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে নীরব থেকেছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বুঝিয়ে দিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের কুকীর্তির কোনও দায়ই নেবে না দল। মন্ত্রিত্ব ও দলেরও সব পদ থেকে পার্থকে সরানো হয়েছে। পার্থর পর এবার মানিক বন্দ্যোপাধ্যায়ের পালা। নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। আর তারপর থেকেই মানিকের জন্য একটি শব্দও খরচ করতে নারাজ তৃণমূল। নানা দুর্নীতিতে জর্জরিত তৃণমূল। বিরোধীদের নিশানায় কোণঠাসা দল। তাই নতুন করে দুর্নীতির ছোঁয়া গায়ে লাগাতে চাইছে না দলের কেউই।

তৃণমূল যে কোনওভাবেই মানিক ভট্টাচার্যর পাশে নেই তা আরও স্পষ্ট হয়েছে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কথায়। “পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য দোষী কি না তা বলার এক্তিয়ার আমার নেই। এটা সম্পূর্ণই আদালতের সিদ্ধান্ত। সেই বিচারে কেউ দোষী সাব্যস্ত হলে দল কেন তাঁর পাশে থাকবে?”, মন্তব্য স্নেহাশিস চক্রবর্তীর।

কিন্তু কেন মানিক ভট্টাচার্য বাতিলের খাতায়, রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে একাধিক সম্ভাবনা। মনে করা হচ্ছে, ইডির চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মানিকের সরাসরি যোগের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে পার্থকে যেখানে দল ছেঁটে ফেলেছে সেখানে মানিক ভট্টাচার্যের পাশে থাকা ঘাসফুল শিবিরের পক্ষে সম্ভব নয়। তৃণমূলের সেক্ষেত্রে ‘একযাত্রায় পৃথক ফল’ দোষে দুষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। যদিও গ্রেফতারির আগে থেকেই মানিক ভট্টাচার্যের গায়ে লেগেছিল নিয়োগ দুর্নীতির কালি। এহেন মানিক-সঙ্গ ত্যাগই যে সঠিক সিদ্ধান্ত, ঠারে-ঠোরে বুঝিয়ে দিচ্ছে শাসক শিবির।

Published on: Oct 12, 2022 06:47 PM