AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: তাহেরপুর থেকে মতুয়াদের কী বার্তা দেবেন মোদী? সিপিএমে অস্বস্তি

| Updated on: Dec 20, 2025 | 9:49 AM
Share

Breaking News in Bengali Live Updates: দলের রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষকে বহিষ্কার করেছে সিপিএম। আবার এসআইআর-র খসড়া তালিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। শনিবার নদিয়ার তাহেরপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। নজর রাখুন টিভি৯ বাংলার লাইভ আপডেটে...

West Bengal News Today Live: তাহেরপুর থেকে মতুয়াদের কী বার্তা দেবেন মোদী? সিপিএমে অস্বস্তি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI

LIVE NEWS & UPDATES

  • 20 Dec 2025 09:49 AM (IST)

    চোরাপথে বাংলাদেশে যাওয়ার পথে ধৃত ৭ বাংলাদেশি

    অবৈধভাবে বাংলাদেশের যাওয়ার সময় সাত বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, আরও ৮ জন তাঁদের সঙ্গে ছিলেন। তাঁরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সীমান্ত এলাকায় আত্মগোপন করে রয়েছেন। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত গঙ্গারামপুর থানার কাটাবাড়ি এলাকায় তন্নতন্ন করে তল্লাশি চালায় পুলিশ ও বিএসএফ। তবে ৮ জনের এখনও কোনো হদিস পাওয়া যায়নি। ধৃত সাতজনকে বাংলাদেশে পুশ ব্যাক করা হবে বলে সূত্রের খবর। তবে এই নিয়ে এখনই মুখ খুলতে চাননি জেলা পুলিশ প্রশাসন ও বিএসএফ আধিকারিকরা।

  • 20 Dec 2025 09:45 AM (IST)

    মোদীর সভায় যেতে বাধা দেওয়ার অভিযোগ

    নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যেতে বাধা দেওয়া অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বহরমপুর সাংগঠনিক জেলা থেকে বিজেপির নেতাকর্মীরা যখন শনিবার সকালে তাহেরপুরের উদ্দেশে যাচ্ছিলেন, সেই সময় ১২ নম্বর জাতীয় সড়কে মুর্শিদাবাদ জেলার রেজিনগর বেলডাঙা থানার মধ্যবর্তী এলাকায় পুলিশ গাড়ি যেতে দিচ্ছে না। পুলিশ রাস্তা আটকাচ্ছে বলে অভিযোগ। বহরমপুর থেকে কলকাতার উদ্দেশে যাওয়ার রাস্তার উপর পুলিশ ভ্যান লাগিয়ে দিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে বলে অভিযোগ করেন বহরমপুর সাংগঠন জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন।

  • 20 Dec 2025 09:42 AM (IST)

    তাহেরপুরে সভা মোদীর, মতুয়াদের কী বার্তা দেবেন?

    এসআইআর আবহে শনিবার বাংলায় প্রথম রাজনৈতিক সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। তারপর হেলিকপ্টারে নদিয়ার তাহেরপুরে যাবেন। তাহেরপুরে নেতাজি পার্কের মাঠে প্রথমে সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। ওই মাঠেই আর একটি মঞ্চ করা হয়েছে। সরকারি কর্মসূচির পর দ্বিতীয় ওই মঞ্চে পৌঁছবেন মোদী। সেখান থেকে বিজেপি কর্মী, সমর্থকদের বার্তা দেবেন। এসআইআর আবহে মতুয়াদের একটা বড় অংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই এলাকায় নমঃশূদ্র মতুয়াদের সংখ্যা বেশি। সভা থেকে মতুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেটাই দেখার।

  • 20 Dec 2025 09:36 AM (IST)

    বহিষ্কৃত CPIM-র রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষ, কেন?

    Cpim Leader Indrajit Ghosh

    দলের রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষকে বহিষ্কার করল সিপিএম। সিপিএমের ২ দিনের রাজ্য কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় এক মহিলা সিপিআইএম কর্মী অভিযোগ করেছিলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন ইন্দ্রজিৎ ঘোষ। তাঁর অভিযোগের ভিত্তিতে সিপিএমের অভ্যন্তরীণ কমিটি তদন্ত করে। আর তাদের সুপারিশেই এই সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। ইন্দ্রজিৎ ঘোষ চাকরিপ্রার্থীদের আন্দোলনের ক্ষেত্রেও সিপিআইএমের তরফে সামনের সারিতে ছিলেন।

কলকাতা: বিধানসভা নির্বাচনের নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলায় রাজনৈতিক তরজা তত বাড়ছে। এসআইআর আবহে কার্যত ভোটের প্রচারে নেমে পড়েছে দলগুলি। আজ (শনিবার) নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। এদিকে, দলের রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষকে বহিষ্কার করল সিপিএম। আবার এসআইআর-এ নাম বাদ পড়া নিয়েও রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। আর সব ঘটনার লাইভ আপডেট টিভি৯ বাংলায়।

Published On - Dec 20,2025 9:21 AM