Trinamool Congress: ভোটের আগে বিজেপির আইটি সেলের প্রধানের বিরুদ্ধে FIR তৃণমূলের, নেপথ্যে কোন ঘটনা?
TMC-BJP: বাংলাদেশের ঘটনার সঙ্গে এ রাজ্যের প্রসঙ্গ জুড়ে অমিত মালব্য যে মন্তব্য করেছে তাতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সামাজিক নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে বলে মনে করছে তৃণমূল। সে কারণেই এই এফআইআর বলে জানাচ্ছেন তন্ময়রা।

কলকাতা: জ্বলছে বাংলাদেশ। উঠছে ভারত বিরোধী স্লোগান। এপারেও এসে পড়ছে আঁচ। এরইমধ্যে জ্বলন্ত বাংলাদেশের ঘটনার ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আর সেই পোস্টেই তুলোধনা করলেন তৃণমূলের। ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাতেই রেগে লাল বাংলার শাসকদল। সোজা থানায় চলে গেলেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। বারুইপুর থানায় দায়ের করলেন লিখিত অভিযোগ।
বাংলাদেশের ঘটনার সঙ্গে এ রাজ্যের প্রসঙ্গ জুড়ে অমিত মালব্য যে মন্তব্য করেছে তাতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সামাজিক নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে বলে মনে করছে তৃণমূল। সে কারণেই এই এফআইআর বলে জানাচ্ছেন তন্ময়রা।
থানার বাইরে দাঁড়িয়ে তন্ময় ঘোষ বলেন, “বাংলাদেশ সম্পূর্ণ একটা আলাদা দেশ। সেখানে যা হচ্ছে আমরা তার নিন্দা জানাই। কিন্তু সেই ঘটনাকে টেনে এনে তার ভিডিয়ো দিয়ে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে জুড়ে তিনি বলছেন ২০২৬ সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না সরে গেলে এখানে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হবে। এই মন্তব্য আমাদের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য অত্যন্ত ক্ষতিকারক বলে আমাদের মনে হয়। তাঁর এই উস্কানিমূলক, প্ররোচনামূলক মন্তব্যের ফলে আমাদের দেশের যাতে শান্তি না বিঘ্নিত হয় সেটা দেখার প্রয়োজন রয়েছে।” এরপরই দেশের নিরাপত্তার প্রশ্নে তৃণমূল যে সর্বদাই কেন্দ্রের পাশে রয়েছে তাও জোর দিয়ে জানান। বলেন, “আমাদের দল ও মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ নীতির প্রশ্নে সর্বদা কেন্দ্রের পাশে থেকেছে। এখন অমিত মালব্য যে পোস্ট করেছেন সেটা খুবই আপত্তিজনক, তাই আমরা এফআইআর করেছি।”
