Indian Railway: নতুন বছরেই দূর হবে টিকিট বুকিংয়ের চিন্তা! বড় বদল রেলের
Indian Railway News: পরে সংরক্ষিত টিকিটের জন্য আধার ভিত্তিক যাচাইকরণকে বাধ্য়তামূলক করার কথা ঘোষণা করেছিল রেলমন্ত্রক। যেহেতু টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার কার্ডের গ্রহণযোগ্য়তা বৃদ্ধি পায়, তাই সেই কথাকে মাথায় রেখেই আধার যাচাইকৃত আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে গ্রাহকদের অনলাইনে সংরক্ষিত টিকিট কাটার জন্য সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সময় বরাদ্দ করা হয়।

নয়াদিল্লি: টিকিট কাটার সময়ের পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। টিকিট বুকিংয়ের সময় আর তাকিয়ে থাকতে হবে ঘড়ির কাঁটার দিকে। যাত্রীদের স্বার্থে বিরাট পরিবর্তন করতে চলেছে ভারতীয় রেলওয়ে। এবার মন চাইলেই হবে ‘ব্যাগ প্যাকিং’। আগে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত আধার যাচাইকৃত আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে টিকিট কাটতে পারতেন গ্রাহকরা। কিন্তু এবার সেই সময়েই বদলে যেতে চলেছে।
পুজোর সময়েই টিকিট কাটার ক্ষেত্রে নিয়মে বড় বদল এনেছিল ভারতীয় রেল। প্রথমে তৎকাল টিকিটের ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছিল। পরে সংরক্ষিত টিকিটের জন্য আধার ভিত্তিক যাচাইকরণকে বাধ্য়তামূলক করার কথা ঘোষণা করেছিল রেলমন্ত্রক। যেহেতু টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার কার্ডের গ্রহণযোগ্য়তা বৃদ্ধি পায়, তাই সেই কথাকে মাথায় রেখেই আধার যাচাইকৃত আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে গ্রাহকদের অনলাইনে সংরক্ষিত টিকিট কাটার জন্য সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সময় বরাদ্দ করা হয়।
এবার সেই সময় আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। একটি চিঠিতে রেলওয়ে বোর্ড জানিয়েছে, আগামী ২৯ ডিসেম্বর থেকে সকাল ১০টার পরিবর্তে বেলা ১২টা পর্যন্ত আধার যাচাইকৃত আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে টিকিট কাটার সুবিধা পাবেন গ্রাহকরা। অর্থাৎ দু’ঘণ্টার পরিবর্তে এবার চার ঘণ্টা সময় পেতে চলেছেন গ্রাহকরা।
তবে এখানেই শেষ নয়। আগামী ৫ই জানুয়ারি থেকে এই সময়সীমা বেড়ে আট ঘণ্টা পর্যন্ত করা হবে। তখন সকাল ৮টা থেকে বিকাল ৪টে পর্যন্ত টিকিট কাটার সুযোগ পাবেন গ্রাহকরা। যা আবার ১২ জানুয়ারির পর বেড়ে হয়ে যাবে ১৬ ঘণ্টা। সেই সময় সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টিকিট কাটার সুবিধা পাবেন গ্রাহকরা।
