Kalighater Kaku: কালীঘাটের কাকুর গলায় ‘কাঁটা’! ESI জোকাতেও কণ্ঠের নমুনা আটকে

ED: গত ২৪ নভেম্বর বিশেষ আদালতের নির্দেশ ছিল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য কার্ডিওলজি, নিউরোলজি, ইএনটি বিশেষজ্ঞদের নিয়ে চিকিৎসক বোর্ড গঠন করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের সংখ্যা বাড়াতেও পারে হাসপাতাল কর্তৃপক্ষ।

Kalighater Kaku: কালীঘাটের কাকুর গলায় কাঁটা! ESI জোকাতেও কণ্ঠের নমুনা আটকে
কালীঘাটের কাকু। ফাইল চিত্র। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Dec 02, 2023 | 3:38 PM

কলকাতা: এক সপ্তাহ ধরে তৎপরতা চলছে। অথচ এখনও সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে উঠতে পারল না ইডি। গত শুক্রবার আদালত নির্দেশ দিয়েছিল, ইএস‌আই জোকায় নমুনা সংগ্রহ করতে হবে কালীঘাটের কাকুর। সাতদিন পরও কোর্টের নির্দেশ পালনে ব্যর্থ ইএস‌আই জোকা। সূত্রের খবর, চিকিৎসক সঙ্কটে মেডিক্যাল বোর্ড গঠনে অপারগ কেন্দ্রীয় প্রতিষ্ঠান।

সূত্রের দাবি, এই মুহূর্তে ইএসআই জোকায় নিউরোলজির চিকিৎসক নেই। এ বিষয়ে তাঁরা ইডিকে জানিয়ে দিয়েছে বলেও খবর। এমনও সূত্রের খবর, নির্দেশ পরিমার্জনে আদালতের দ্বারস্থ হতে পারে ইডি।

গত ২৪ নভেম্বর বিশেষ আদালতের নির্দেশ ছিল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য কার্ডিওলজি, নিউরোলজি, ইএনটি বিশেষজ্ঞদের নিয়ে চিকিৎসক বোর্ড গঠন করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের সংখ্যা বাড়াতেও পারে হাসপাতাল কর্তৃপক্ষ।

ইএসআই জোকা সূত্রে খবর, তাদের একযোগে ৪২ জন চিকিৎসক বদলি হয়েছেন। ফলে চিকিৎসক সঙ্কট রয়েছে। সে কারণেই সাতদিন কেটে গেলেও মেডিক্যাল বোর্ডই গঠন করা যায়নি বলে খবর। ইডিকে ইমেল মারফত তা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে বলেও খবর।

কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষাকে কেন্দ্র করে জটিলতা চলছেই। প্রথমে এসএসকেএমে ইডি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়েও পারল না। এমএসভিপি বেঁকে বসেন বলে আদালতের নির্দেশিকায় উল্লেখ ছিল। বিকল্প হিসাবে ইএসআই কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হলেও চিকিৎসক সঙ্কট।