RG Kar Medical College: আরজিকরের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষই, রোগী কল্যাণ সমিতি থেকে সরলেন শান্তনু সেন

Sourav Dutta | Edited By: সায়নী জোয়ারদার

Oct 09, 2023 | 3:00 PM

RG Kar: এর আগে গত ১১ সেপ্টেম্বর স্বাস্থ্যভবনই নির্দেশিকা জারি করে সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রফেসর হিসাবে পাঠিয়েছিল। সোমবার আরও একটি নির্দেশিকা জারি করল সেই স্বাস্থ্যভবনই। সেখানে বলা হয়েছে, আরজি করের প্রিন্সিপাল হিসাবে আনা হল সন্দীপ ঘোষকে।

RG Kar Medical College: আরজিকরের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষই, রোগী কল্যাণ সমিতি থেকে সরলেন শান্তনু সেন
পদে ফিরলেন সন্দীপ ঘোষ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: এই নিয়ে দ্বিতীয়বার। সরকারিভাবে বদলির নির্দেশ জারি করার পরও শেষেমেশ বদলে গেল তা। আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে ফিরলেন সন্দীপ ঘোষ। অন্যদিকে আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরলেন শান্তনু সেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ‌ সফরে যাওয়ার আগে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি নির্দেশিকা জারি হয়। কলেজের নতুন অধ্যক্ষ‌ হন মানস বন্দ্যোপাধ্যায়। কিন্তু সন্দীপ ঘোষের বদলির নির্দেশিকার বদল চেয়ে আন্দোলন শুরু করেন সন্দীপ-অনুগামী পড়ুয়ারা। নতুন অধ্যক্ষ কার্যালয়ে ঢুকতে বাধাও পান সে সময়। সন্দীপ ঘোষ পন্থী পড়ুয়ারা নতুন অধ্যক্ষকে ঘরে ঢুকতে বাধা দেন। তাঁদের দাবি ছিল, মুখ্যমন্ত্রী ফিরলে এ বিষয়ে কথা হবে। এই আশ্বাসে উঠে যায় আন্দোলন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর স্বাস্থ্যভবনই নির্দেশিকা জারি করে সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রফেসর হিসাবে পাঠিয়েছিল। সোমবার আরও একটি নির্দেশিকা জারি করল সেই স্বাস্থ্যভবনই। সেখানে বলা হয়েছে, আরজি করের প্রিন্সিপাল হিসাবে আনা হল সন্দীপ ঘোষকে। অন্যদিকে মানস বন্দ্যোপাধ্যায় ফিরলেন বারাসত মেডিক্যাল কলেজে। অন্যদিকে বদলি করা হয়েছে আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেনকে। নতুন চেয়ারম্যান হলেন সুদীপ্ত রায়।

আরজি করের অধ্যক্ষ বদল নিয়ে এর আগেও কম জলঘোলা হয়নি। গত এক বছর ধরে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। চিকিৎসার সরঞ্জাম কেনা, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ থেকে হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। যদিও কোনওদিনই সন্দীপ ঘোষ সেসব অভিযোগ মানতে চাননি।

Next Article