কলকাতা: জোকা ইএসআই হাসপাতাল (Joka ESI Hopsital) থেকে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে। তারপর অনুব্রতকে নিয়ে কলকাতা বিমানবন্দরের দিকে রওনা দেন ইডির আধিকারিকরা। এদিকে অনুব্রত মণ্ডলকে দেখতে জোকা ইএসআই হাসপাতাল চত্বর ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষরা। অনুব্রতকে দেখতে পেয়েই উঠল, ‘গরু চোর, গরু চোর’ রব। ইএসআই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখানো এক মহিলা বলছেন, ‘এই সরকার শেষ। আমাদের মতো মানুষের রক্ত চুষেই এই সরকার তৈরি হয়েছিল। আমি গরু চোরকেই দেখতে এসেছিলাম। কত বড় গরু চোর, দেখব বলে এসেছিলাম। দেখলাম তো। সামনা সামনিই দেখলাম। গরু চোর কীরকম হতে পারে, আমাদের মতো সাধারণ মানুষ কি না, সেটাই দেখার জন্য এসেছিলাম।’
শুধু ওই মহিলাই নন, আরও অনেক মানুষজন এসে ভিড় করেছিলেন ইএসআই হাসপাতাল চত্বরে। তাঁরা সকলেই নিজেদের সাধারণ মানুষজন বলে দাবি করছেন। তাঁরা বলছেন, ‘শুনলাম চোরকে নিয়ে যাবে, তাই দেখতে এসেছি একবার। এতদিন যে চড়াম চড়াম, গুড় বাতাসা নানা ধরনের বিবৃতি দিত, তাঁকে আজ কীভাবে ইডি নিয়ে যাচ্ছে, সেটা দেখতে এসেছি।’ অপর এক বিক্ষোভকারীও বলছেন, ‘আমিও চোরকেই দেখতে এসেছি। অনেক বড় বড় কথা বলেন। উনি নাকি বীরভূমের বাঘ। তাই দেখতে চাই, কত বড় বাঘ।’ কিন্তু পুলিশ তাঁদের সেখান থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন বলে দাবি বিক্ষোভকারীদের। আর এই নিয়েই এদিন ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। তাঁদের প্রশ্ন, কেন পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দিচ্ছে?
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে আসানসোল থেকে কলকাতায় জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে। ঘণ্টা দেড়েক স্বাস্থ্য পরীক্ষার পর ইএসআই হাসপাতাল থেকে অনুব্রত মণ্ডলকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়। তারপর ইডির তদন্তকারী আধিকারিকরা অনুব্রতকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পৌঁছে যান কলকাতা বিমানবন্দরে। আজ সন্ধেয় কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তাঁরা।