‘দয়া করে অক্সিজেন অপচয় করবেন না’, হাসপাতালগুলিকে নির্দেশিকা স্বাস্থ্য দফতর

Apr 27, 2021 | 8:55 AM

যথাযথ মাপে অক্সিজেন (O2) যদি রোগীকে না দেওয়া হয় তাতে কিন্তু উল্টে খারাপ হতে পারে।

দয়া করে অক্সিজেন অপচয় করবেন না, হাসপাতালগুলিকে নির্দেশিকা স্বাস্থ্য দফতর
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: অক্সিজেনের (O2) জন্য হাহাকার দেশজুড়ে। এ রাজ্যেও অক্সিজেন না পেয়ে ইতিমধ্যেই একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এরইমধ্যে অক্সিজেনের অপচয় রুখতে চিকিৎসকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। সমস্ত হাসপাতালগুলিকে তা পাঠানো হয়েছে।

এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা বোধহয় এটি। যেখানে বলা হয়েছে, কোনওভাবেই অক্সিজেনের অপচয় করা যাবে না। গুরুত্ব বুঝে তারপরই রোগীকে অক্সিজেন দিতে হবে। স্বাস্থ্য কর্তাদের একাংশ মনে করছেন, বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিংহোমগুলিতে এমন অনেক রোগীকেই অক্সিজেন দেওয়া হচ্ছে যা তাঁদের না দিলেও চলে। বা দিলেও অক্সিজেনের মাপ কতটা হবে সে সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য কর্তারা।

তাঁদের বক্তব্য, যথাযথ মাপে অক্সিজেন যদি রোগীকে না দেওয়া হয় তাতে কিন্তু উল্টে খারাপ হতে পারে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় এ বিষয়টিতে আলোকপাত করা হয়েছে। একইসঙ্গে কোনওভাবেই যেন অযথা অক্সিজেন অপচয় না করা হয় সে কথাও বলা হয়েছে। অযথা অক্সিজেন বাড়িয়ে যে রোগীকে ভাল করা যাবে না সে বার্তাও রয়েছে নির্দেশিকায়। স্যাচুরেশন অনুযায়ী কাকে কতটা অক্সিজেন দিতে হবে তার উল্লেখও করে দিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। একেবারে ‘জল অপচয় করবেন না’র ধাঁচে এবার অক্সিজেন অপচয় না করার বার্তা দেওয়া হল।

Next Article