Akashvani Kolkata: সাইবার নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ আকাশবাণী কলকাতার

Akashvani Kolkata: আকাশবাণী কলকাতার তরফ থেকে ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) তথা আকাশবাণী কলকাতার প্রধান ডঃ মৌসুমী চট্টোপাধ্যায় বলেন, 'ডিজিটাল প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে সঙ্গে, সাইবার নিরাপত্তা সচেতনতা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

Akashvani Kolkata: সাইবার নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ আকাশবাণী কলকাতার

Feb 12, 2025 | 11:12 PM

কলকাতা: একটি ভুল পদক্ষেপেই ঘটে যেতে পারে বিপদ। সেই ফাঁদে যাতে কেউ পা না দেয়, সে ব্যাপারে সচেতন করার শিক্ষা দিতে এগিয়ে এল ‘আকাশবাণী কলকাতা’। বুধবার ‘সেফ সাইবার’ নামে একটি সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (BIND) প্রকল্পের অধীনে সংগঠিত হয় এই কর্মসূচি। উত্তর কলকাতার জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে এদিন উপস্থিত ছিলেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষজন।

বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল তৈরি করে আলোচনা করা হয়। উপস্থিত দর্শকদের সঙ্গে সরাসরি কথাও হয়। প্যানেলে ছিলেন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার বিপিন কুমার সাহু, সাইবার আইন বিশেষজ্ঞ রাজর্ষি রায় চৌধুরী, সাইবার সিকিউরিটি ম্যানেজার সাম্যজিত মুখোপাধ্যায়, ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ বিদিত কুমার মণ্ডল।

আকাশবাণী কলকাতার তরফ থেকে ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) তথা আকাশবাণী কলকাতার প্রধান ডঃ মৌসুমী চট্টোপাধ্যায় বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে সঙ্গে, সাইবার নিরাপত্তা সচেতনতা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ আকাশবাণী কলকাতা ও এই অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শুভায়ন বালা বলেন, “সাইবার অপরাধের হুমকি ক্রমাগত বাড়ছে। সচেতনতা আমাদের সবচেয়ে বড় রক্ষাকবচ। ‘সেফ সাইবার’ কর্মসূচি ডিজিটাল ঝুঁকি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতন করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের বিপুল সাড়া প্রমাণ করে যে, সাইবার নিরাপত্তা শিক্ষার জন্য এটাই সঠিক সময়। আকাশবাণী কলকাতা ডিজিটাল সুরক্ষার প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির জন্য অঙ্গীকারবদ্ধ।”