
কলকাতা: বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। ভাইফোঁটার দিন ঝলমলে আকাশ থাকলেও শুক্রবার থেকেই উত্তরবঙ্গে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণে বৃষ্টি হলেও, তা হবে মূলত উপকূলবর্তী অঞ্চলে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। মূলত মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সিস্টেমের প্রভাবে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা ঠিক কতটা, সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।
শুক্রবার থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টি বাড়বে শনিবার ও রবিবার। কোথাও কোথাও থাকবে মেঘলা আকাশ, কোথাও থাকছে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে পার্বত্য এলাকায় মূলত দার্জিলিং, কালিম্পং-এ শুরু হবে বৃষ্টি। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের মধ্যে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ। ওই দিন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে প্রায় সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। একদিকে যখন শীত শীত আমেজ অনুভব করা যাচ্ছে বঙ্গে, তখন নতুন করে এই বৃষ্টি আবারও আবহাওয়া বদলে দেবে এক লহমায়।