Weather Update: দহন জ্বালার মধ্যেই স্বস্তি দিতে আসছে বৃষ্টি, সঙ্গে ঝড়! দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর

Weather Update: এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াল। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৬০ থেকে ৯৩ শতাংশের মধ্যে।

Weather Update: দহন জ্বালার মধ্যেই স্বস্তি দিতে আসছে বৃষ্টি, সঙ্গে ঝড়! দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর
কী বলছে হাওয়া অফিস? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Mar 16, 2025 | 10:15 AM

কলকাতা: দহনের পরই বৃষ্টির প্রলেপ! ২০ ও ২১ মার্চ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আপাতত সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমাঞ্চলে। রবিবার ৪১ ডিগ্রি ছুঁতে পারে বাঁকুড়ার তাপমাত্রা। কলকাতা-উপকূলেও দিনভর অস্বস্তিকর গরম থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে গরম। বৃহস্পতিবার থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। 

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াল। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৬০ থেকে ৯৩ শতাংশের মধ্যে। এদিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে। এই সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। বেশিরভাগ জায়গাতেই ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। সোমবারও একই ছবি দেখা যাবে। অস্বস্তিকর গরম থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে। 

বুধবার থেকে ধীরে ধীরে দেখা যাবে আবহাওয়ার পরিবর্তন। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দু’দিনই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে। বজ্রবিদ্যুত-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো বাতাসও বইতে পারে। ফলে ওই সময় বৃষ্টির দাপটে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।