
কলকাতা: জুলাই জুড়ে প্রবল বৃষ্টি গোটা বাংলায়। প্রায় রেকর্ড হয়েছে বলা চলে। কলকাতা সহ গোটা রাজ্যজুড়ে একই ছবি। দক্ষিণবঙ্গে সাময়িক বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের অবস্থা কার্যত বেহাল। লাল সতর্কতা বহাল তিস্তা নদীর দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। রীতিমতো ক্ষোভে ফুঁসছে পাহাড়ি নদীগুলি। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও আজ ভারী বৃষ্টি হবে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে উত্তরপূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ। এর জেরেই আপাতত বৃষ্টি থেকে মিলবে না কোনও স্বস্তি।
আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব ও-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস।
বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায়। পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। কার্যত পরিষ্কার আকাশ থাকবে। হালকা দুু-এক পশলা বৃষ্টি হলেও হতে পারে।
আজ বুধবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদা জেলাতে ভারী বৃষ্টি।
বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরের ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
শুক্রবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে।