HS 2024: প্রশ্নপত্র ভাইরালের চেষ্টা উচ্চমাধ্যমিকেও, ২ পরীক্ষার্থী সাসপেন্ড
HS 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ১৬ তারিখ অর্থাৎ আজ শুক্রবার থেকে। পরীক্ষার প্রথমদিনই দেখা গেল এক পরীক্ষার্থী স্মার্টফোন, আরেকজন স্মার্টওয়াচ নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকে। ছবি তুলে প্রশ্নপত্র বাইরে পাঠানোই উদ্দেশ্য ছিল বলে মনে করছে সংসদ। হাতেনাতে তাদের ধরা হয়।
কলকাতা: মাধ্যমিকের প্রথমদিন যা ঘটেছিল। ঠিক সেই ঘটনার চেষ্টা উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনও। প্রশ্ন ভাইরালের চেষ্টার অভিযোগ উঠল শুক্রবার। এই ঘটনায় দুই পরীক্ষার্থীর পরীক্ষা সাসপেন্ড করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একজন স্মার্টফোন এবং আরেকজন স্মার্টওয়াচ নিয়ে ঢুকেছিল বলে অভিযোগ। তাদের হাতেনাতে ধরে ফেলে পরীক্ষা সাসপেন্ড করে সংসদ।
সদ্য শেষ হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা চলাকালীন নিয়মিতই প্রশ্নপত্র ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে মালদহের একটি গ্যাংকে চিহ্নিতও করা হয়। যারা রীতিমত পরিকল্পনা করে এই ঘটনা ঘটাচ্ছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু বলেছিলেন, যারা এই কাণ্ড ঘটিয়েছে, তারা কেউ পড়ুয়া নয়। বলেছিলেন, “একটি চক্র রয়েছে। পুলিশ তদন্ত করছে। পুলিশ শুধু জানিয়েছে একটা গ্যাং এটা করেছে।”
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ১৬ তারিখ অর্থাৎ আজ শুক্রবার থেকে। পরীক্ষার প্রথমদিনই দেখা গেল এক পরীক্ষার্থী স্মার্টফোন, আরেকজন স্মার্টওয়াচ নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকে। ছবি তুলে প্রশ্নপত্র বাইরে পাঠানোই উদ্দেশ্য ছিল বলে মনে করছে সংসদ। হাতেনাতে তাদের ধরা হয়। কিন্তু প্রশ্ন উঠছে, এত কড়াকড়ি যে পরীক্ষা ঘিরে, মেটাল ডিটেক্টরের ব্যবস্থা রয়েছে, তারপরও কী করে এমন ঘটনা ঘটছে তা ভাবাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে।