কলকাতা: দখলদারির অভিযোগ উঠেছিল সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বেসরকারি নার্সিংহোমের বাড়ি দখল করে থাকার অভিযোগ উঠেছিল হোমিওপ্যাথিক মেডিসিন কাউন্সিলের বিরুদ্ধে। আইনি লড়াইয়ে নার্সিংহোমের দাবিতেই সিলমোহর দেয় আদালত। ফলে ভিটেহারা হতে হয় হোমিওপ্যাথিক মেডিসিন কাউন্সিলকে। তাদের দাবি, এক বছর ধরে খুঁজেও নতুন ঠিকানা পায়নি কাউন্সিল।
শিয়ালদহে বেসরকারি একটি নার্সিংহোম রয়েছে। সেই নার্সিংহোমেরই বাড়ি দখল করে থাকার অভিযোগ ওঠে হোমিওপ্যাথিক মেডিসিন কাউন্সিলের বিরুদ্ধে। আদালত পর্যন্ত যা গড়ায়। আদালত সেখান থেকে সরে যেতেও বলে কাউন্সিলকে।
সল্টলেকে বেনফিশ টাওয়ারে বাড়ি পাওয়ার কথা কাউন্সিলের। অভিযোগ, বছর ঘুরলেও টাকার অভাবে বাস্তব হয়নি তা। বারবার আবেদনেও নিষ্ক্রিয় থেকেছে স্বাস্থ্য ভবন, এমনটাই অভিযোগ। ভিটেহারা পরিস্থিতিতে কাউন্সিলের ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এ প্রসঙ্গে হোমিওপ্যাথি কাউন্সিলের প্রেসিডেন্ট সৌমিত্র বসু বলেন, “যিনি বাড়ির মালিক তিনি ইতিমধ্যেই আমাদের উঠে যাওয়ার জন্য কোর্টে গিয়েছেন। রায়ও পেয়ে গিয়েছেন। পিডব্লুডির সঙ্গে খাদ্যভবনে এ নিয়ে আলোচনাও করেছি। তারা যথেষ্ট সহযোগিতা করে এ ব্যাপারে চেষ্টা করছে। ইতিমধ্যে একটা সাজেশন তারা দিয়েছে। বেনফিশে যেতে বলেছে। স্বাস্থ্য ভবনের আয়ুশ বিভাগে আমরা জানিয়েছি। চেষ্টা চলছে।”