Dengue Patient: ভর্তি নিচ্ছে না কেউ, ডেঙ্গি আক্রান্ত বৃদ্ধ মাকে নিয়ে পাগলের মতো ঘুরছে ছেলে

Dengue: বৃদ্ধার ছেলের দাবি, শহরের পাঁচটি অন্যতম সেরা বেসরকারি হাসপাতালের দরজায় কড়া নেড়েছেন রাতভর। কেউ সাড়া দেয়নি। সব জায়গায় বৃদ্ধার চিকিৎসা সংক্রান্ত কাগজ জমা নিয়ে বলা হয়, আইসিইউ বেড খালি হলে‌ জানিয়ে দেওয়া হবে। সোমবার সন্ধ্যা পর্যন্ত সেই ফোনের অপেক্ষায় অসুস্থতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ৬৮ বছরের বৃদ্ধা।

Dengue Patient: ভর্তি নিচ্ছে না কেউ, ডেঙ্গি আক্রান্ত বৃদ্ধ মাকে নিয়ে পাগলের মতো ঘুরছে ছেলে
বৃদ্ধার ছেলে। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Nov 06, 2023 | 6:59 PM

কলকাতা: শহরের পাঁচ বেসরকারি হাসপাতাল ঘুরে আইসিইউ বেড জুটল না ডেঙ্গি আক্রান্ত বৃদ্ধার। রবিবার রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত একাধিক বেসরকারি হাসপাতালে ঘুরে বিজয়গড়ের বাসিন্দা ৬৮ বছরের বৃদ্ধকে বেড দেওয়া যায়নি বলে অভিযোগ। সব হাসপাতালের‌ই এক কথা, কেন্দ্রীয় স্বাস্থ্য বিমার অধিকারী বৃদ্ধার জন্য আইসিইউ বেড দিতে অপারগ বেসরকারি হাসপাতালগুলি। কোভিডের সময় আইসিইউ শয্যা সঙ্কটের এই ছবি দেখেছেন রাজ্যবাসী। তা বলে ডেঙ্গিতেও এই পরিস্থিতি কি স্বাভাবিক নাকি সঙ্কট কৃত্রিম?

গত ২৫ অক্টোবর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে যাদবপুরে অরবিন্দ সেবা কেন্দ্রে ভর্তি হন অনিতা দেবী। গত শুক্রবার সেখান থেকে ছাড়া পেলেও রবিবার শ্বাসকষ্ট নিয়ে ফের ওই হাসপাতালে বৃদ্ধাকে ভর্তি করেন তাঁর ছেলে সৌরিক দত্ত। চিকিৎসকেরা বৃদ্ধাকে পরীক্ষা করে জানান, কার্ডিওলজি এবং বক্ষ রোগের পরিকাঠামো রয়েছে এমন হাসপাতালে বৃদ্ধাকে নিয়ে যেতে হবে।

বৃদ্ধার ছেলের দাবি, শহরের পাঁচটি অন্যতম সেরা বেসরকারি হাসপাতালের দরজায় কড়া নেড়েছেন রাতভর। কেউ সাড়া দেয়নি। সব জায়গায় বৃদ্ধার চিকিৎসা সংক্রান্ত কাগজ জমা নিয়ে বলা হয়, আইসিইউ বেড খালি হলে‌ জানিয়ে দেওয়া হবে। সোমবার সন্ধ্যা পর্যন্ত সেই ফোনের অপেক্ষায় অসুস্থতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ৬৮ বছরের বৃদ্ধা।

রোগী প্রত্যাখ্যান নিয়ে বেসরকারি হাসপাতালগুলোর প্রতিক্রিয়া, ডেঙ্গির পাশাপাশি মরসুম বদলানোয় বক্ষ সংক্রমণের শিকারের রোগীর চাপ রয়েছে। বেড না পেয়ে স্বাস্থ্য কমিশনে অভিযোগও জানিয়েছে রোগীর পরিবার। টিভিনাইনের কাছে খবর পেয়ে অনিতাদেবীর জন্য শয্যা পেতে তৎপর কমিশন। তবে সে সঙ্কট কখন কাটবে তা এখনও নিশ্চিত নয়।

সৌরিক দত্ত বলেন, “আমরা রাত ১২টা সাড়ে ১২টা থেকে রাতভর বেসরকারি হাসপাতালে ঘুরি। সব জায়গায় বলল বেড নেই। রোগী ক্রিটিকাল, আইসিইউয়ে রাখতে হবে। ভেন্টিলেটর লাগবে বলল। অথচ ফিরিয়ে দিল সকলেই। আমরা স্বাস্থ্য কমিশনে ইমেল করেছি। যদি একটা বেড পাওয়া যায়।” আপাতত যোধপুর পার্কের একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বৃদ্ধাকে।