Kolkata: বন্ধ হচ্ছে না বেআইনি জমি বিক্রি? গুরুতর অভিযোগ রাজপুর-সোনারপুর পৌরসভার বিরুদ্ধে

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

Jun 28, 2024 | 2:33 PM

Kolkata: প্রসঙ্গত, রাজপুর সোনারপুর পৌরসভার ১৮ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত ময়লাপোতা এলাকা। এই এলাকাতেই গড়ে উঠেছে পুরসভার ডাম্পিং ষ্টেশন ৷ রোজই বিভিন্ন ওয়ার্ডের নোংরা এসে এই এলাকায় জমা হয় ৷

Kolkata: বন্ধ হচ্ছে না বেআইনি জমি বিক্রি? গুরুতর অভিযোগ রাজপুর-সোনারপুর পৌরসভার বিরুদ্ধে
এলাকায় বাড়ছে চাপানউতোর
Image Credit source: TV-9 Bangla

Follow Us

রাজপুর: জমির জবর দখল নিয়ে গোটা রাজ্যে চাপানউতোর বাড়ছে। দখলদারদের হটাতে মাঠে নেমেছে প্রশাসন। রাজনৈতিক মহলেও শোরগোল। এরইমধ্যে ফের গুরুতর অভিযোগ আসছে রাজপুর-সোনারপুর থেকে। অভিযোগ, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে পৌর এলাকায় বিক্রি হচ্ছে জমি ৷ বিষয়টি নাকি জানেই না পৌরসভা ৷ এমনই অভিযোগ রাজপুর-সোনারপুর পৌরসভার বিরুদ্ধে। ঘটনায় বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা যাচ্ছে ৷ 

পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রের বক্তব্য, তাঁর কাছে কোনও অভিযোগ এলে তারা তা খতিয়ে দেখবেন। তারপরেই আইনানুযায়ী ব্যবস্থা নেবেন। প্রসঙ্গত, রাজপুর সোনারপুর পৌরসভার ১৮ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত ময়লাপোতা এলাকা। এই এলাকাতেই গড়ে উঠেছে পুরসভার ডাম্পিং ষ্টেশন ৷ রোজই বিভিন্ন ওয়ার্ডের নোংরা এসে এই এলাকায় জমা হয় ৷ এদিকে পুরসভার নিয়ম অনুযায়ী ডাম্পিং ষ্টেশনের ২০০ মিটারের মধ্যে জনবসতি করা যায় না ৷ এই সংক্রান্ত বোর্ডও লাগানোর কথা ৷ যদিও পুরসভার পক্ষ থেকে এই ধরনের বোর্ড লাগানো হলেও তা কেউ না কেউ তুলে দিয়েছে বলে অভিযোগ ৷ 

এই খবরটিও পড়ুন

এখানে একটি দালাল চক্রও সক্রিয় রয়েছে বলে অভিযোগ ৷ তারাই এই কাজ করে যাচ্ছে বলে অভিযোগ।৷ শাসকদলের একাংশের মদতে এই কাজ হচ্ছে বলে অভিযোগ ৷ মুন্দরবনের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা কর্মসংস্থানের লক্ষ্যে সোনারপুরে এসে এই জায়গায় জমি কিনছেন ৷ অনেকেই বাড়িঘরও বানিয়েছেন। অভিযোগ, যদিও তাদের তৈরি সব বাড়িই বেআইনি ৷ যদিও তাঁদের বক্তব্য এই নিয়মের বিষয়টি তারা জানেন না ৷ পুর প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই কাজ হচ্ছে সেদিকেই আঙুল তুলেছেন এলাকার বাসিন্দারা ৷  

Next Article