Haridevpur: হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে ২০ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ, পলাতক দুই অভিযুক্ত

Haridevpur Case: ধৃতদের মধ্যে এক যুবকই প্রথম তাঁকে অন্য এক যুবকের বাড়িতে নিয়ে যান। তারপরই ঘটে যায় ওই নারকীয় ঘটনা। ধর্ষণের পর দীর্ঘক্ষণ নির্যাতনও চালানো হয় বলে অভিযোগ। অবশেষে দীর্ঘ সময় পর কোনওমতে ওই বাড়ি ছাড়তে সক্ষম হন তরুণী।

Haridevpur: হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে ২০ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ, পলাতক দুই অভিযুক্ত
তদন্ত শুরু করেছে পুলিশ Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Sep 07, 2025 | 9:30 AM

কলকাতা: ফের প্রশ্ন উঠে গেল শহরের নারী নিরাপত্তা নিয়ে। ফের শহরে গণধর্ষণের অভিযোগ। হরিদেবপুরে বন্ধুর জন্মদিনের পার্টিতে বছর কুড়ির এক তরুণীর উপর নারকীয় অত্যাচার চলেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ করেছেন তরুণী। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য এলাকায়। 

তবে কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি, বলছে পুলিশই। পলাতক দুই অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকায় একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ সেখানে তিনি গণধর্ষণের শিকার হন তিনি। 

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে এক যুবকই প্রথম তাঁকে অন্য এক যুবকের বাড়িতে নিয়ে যান। তারপরই ঘটে যায় ওই নারকীয় ঘটনা। ধর্ষণের পর দীর্ঘক্ষণ নির্যাতনও চালানো হয় বলে অভিযোগ। অবশেষে দীর্ঘ সময় পর কোনওমতে ওই বাড়ি ছাড়তে সক্ষম হন তরুণী। পরিবারের সদস্যদের সবটা খুলে বলেন। তারপর সোজা চলে যান পুলিশের কাছে। পুলিশ ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। তরুণীর পাশাপাশি কথা বলা হচ্ছে তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গেও। দুই যুবকের খোঁজেও জোরকদমে শুরু হয়েছে তল্লাশি। 

কিছুদিন আগেই এক বছর পূর্ণ হয়েছে আরজি কর কাণ্ডের। যদিও তার আগেই আবার ঘটে গিয়েছে কসবা কাণ্ড। শহরের বিখ্যাত ল কলেজে ছাত্রীর উপর নারকীয় যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। সে ঘটনাতেও ফের একবার তোলপাড় হয়েছিল শহর। শেষ পর্যন্ত মূল অভিযুক্ত ছাড়াও বাকি অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। এরইমধ্যে ফের হরিদেবপুরের ঘটনায় নতুন করে শুরু হয়েছে শোরগোল।