বৈশালী ডালমিয়ার ছেলেকে ‘চৌরাস্তায় ফেলে মার’, প্রাক্তন বিধায়কের ছেলের বিরুদ্ধেও পাল্টা মারধরের অভিযোগ
এই ঘটনার পর দু'পক্ষই বেহালা থানায় যায়। অভিযোগ, নিজের প্রভাব খাটানোর চেষ্টা করেন বৈশালী (Baishali Dalmiya)। যে কারণে পারিজাতকে থানায় বসিয়ে রাখা হয়। তাঁর মাসি কল্যাণীদেবী অসুস্থ অবস্থাতেই গাড়িতে বসে থাকেন।
অভিযোগ, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্ত্রী, ছেলে ও মাসি কল্যাণী রায়কে নিয়ে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন পারিজাত লাহা। বেহালা চৌরাস্তা থেকে জেমস লং সরণির দিকে যাওয়ার সময় পারিজাতের গাড়ির সঙ্গে বৈশালী ডালমিয়ার ছেলে আদিত্য ডালমিয়ার গাড়ির সামান্য ধাক্কা লাগে। পারিজাতের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও আদিত্য রাস্তা ছাড়তে চাননি। পাল্টা গাড়ির ভিতর থেকে আরও কয়েকজন হইচই শুরু করেন। তা থেকেই বচসার সূত্রপাত। অভিযোগ, এরইমধ্যে বৈশালীর ছেলে গাড়ি থেকে নেমে এসে পারিজাত ও তাঁর স্ত্রীর গায়ে হাত তোলেন। গাড়ির আয়না, কাঁচ ভেঙে দেন বলেও অভিযোগ।
যদিও ঘটনাস্থলে পৌঁছে বৈশালী ডালমিয়া অভিযোগ তোলেন, তাঁর ছেলেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মারধর করা হয়েছে। এমনকী বৈশালীর দাবি, তাঁর ছেলে কখন বাড়ি থেকে বের হচ্ছে তা অনুসরণ করে এই ‘হামলা’। আদিত্যকে মারতে এসেছিল বলে অভিযোগ করেন বালির প্রাক্তন বিধায়ক। তবে কে বা কারা এমনটা করল তা নিয়ে মুখ খোলেননি তিনি। এদিকে এই ঘটনার পর দু’পক্ষই বেহালা থানায় যায়। অভিযোগ, নিজের প্রভাব খাটানোর চেষ্টা করেন বৈশালী। যে কারণে পারিজাতকে থানায় বসিয়ে রাখা হয়। তাঁর মাসি কল্যাণীদেবী অসুস্থ অবস্থাতেই গাড়িতে বসে থাকেন।
যদিও বৈশালী তাঁর ফেসবুক প্রোফাইল থেকে একটি লাইভে বলেন, “আমার ছেলেকে বেহালা চৌরাস্তায় ফেলে মারধর করেছে। চোখে-মুখে মাংস খুবলে নিয়েছে। সাহস থাকলে আমাকে কিছু বলুন।” এই ঘটনায় মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপেরও দাবি করেন তিনি।