
দীক্ষা ভুঁইয়া ও সুজয় পালের রিপোর্ট
কলকাতা: আজ থেকে শুরু হল ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ প্রকল্প। বুথে বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ক্যাম্প বা শিবির তৈরি করে সমস্যা মেটানো হবে। রাস্তা, জল, বিদ্যুৎ সহ যে কোনও সমস্যার কথাই বলা যাবে সেই শিবিরে। শনিবার সকাল থেকেই জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে সেই ক্যাম্প। রাজ্যের মোট ৮০ হাজার বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেবে রাজ্য সরকার।
বুথ প্রতি ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে। কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে, তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আজ, শনিবার কলকাতা শহরের চারটি জায়গায় এই কর্মসূচি শুরু হয়েছে। অনেক মানুষ গিয়ে তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন।
শিবিরে উপস্থিত এক কর্মী জানান, সমস্যার কথা নথিভুক্ত করাতে চাইলে ভোটার কার্ড আনতে হবে, সেই সঙ্গে সমস্যা লিখিতভাবে নিয়ে গিয়ে জমা দিতে হবে। নাম, ঠিকানা, ওয়ার্ড নম্বর, বুথ নম্বর লেখাতে হবে। মোবাইল নম্বর লিখে রেজিস্ট্রেশন করাতে হবে। পাশের ঘরে থাকছেন আধিকারিকরা। সমস্যা দেখে, কী করতে হবে সেটা আধিকারিকরাই বুঝিয়ে দেবেন।
ক্যাম্পগুলোতে “দুয়ারে সরকার” ডেস্কও থাকছে। রাজ্য জুড়ে ক্যাম্পের সংখ্যা ২৭ হাজারের বেশি। ৬০ দিন ধরে ক্যাম্প চলবে। প্রশাসনিক মূল্যায়নের জন্য ধার্য করা হয়েছে ৩০ দিন। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে ক্যাম্প বা কেন্দ্র থেকে জমা পড়া সমস্যা সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আগামী
যে যে সমস্যার দ্রুত সমাধান করবে পুরসভা
১. রাস্তার আলো
২. ছোট রাস্তার উন্নয়ন
৩. কমিউনিটি হলের মেরামতি
৪. উত্তরণ (বস্তি) গুলোর শৌচালয়ের উন্নয়ন
৫. পানীয় জলের সমস্যা
৬. জলাশয়ের সংস্কার
৭. স্কুলের মেরামতি
৮. সৌন্দর্যায়ন
শহরের মোট ৪টি জায়গায় ক্যাম্প চলছে। ৭০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভবানীপুর গুজরাটি এডুকেশন কলেজে ক্যাম্প শুরুর সময় সকাল ১১টা। ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উল্টোডাঙা মার্কেটে সকাল ১০টা শুরু হয়েছে ক্যাম্প। ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লাহা কলোনির মাঠে কমিউনিটি হলেও কর্মসূচি শুরুর সময় সকাল ১১টা, ৪৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রিফিউজি হোমে সকাল ১০টা থেকে কাজ শুরু হয়ে গিয়েছে।