কলকাতা: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র অফিসে হাজিরা দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। শনিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দেওয়ার অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি হাজিরা দিলেন না। বিশেষ কারণে তিনি যেতে পারছেন না বলে ইডিকে জানিয়েছেন বলে সূত্রের খবর। শুক্রবার অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। উপস্থিত না থাকলেও আইনজীবী মারফত ইডি-কে তিনি চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত তথ্য নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল। লিপ্স অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসাবে অভিষেকের মাকে ডেকে পাঠিয়েছিল ইডি। লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেকের মায়ের সম্পত্তির হিসাব চেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এর পর তাঁদের তলব করে ইডি।
লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই মামলায় ইডির সামনে হাজিরা দিয়েছেন। হাজিরা থেকে বেরিয়ে ইডি-কে সমস্ত রকম সহযোগিতা করেছেন বলে দাবি করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। কেন্দ্রের চাপের কাছে নতি স্বীকার না করার ঘোষণাও করেছিলেন তিনি। তাঁর বাবা-মা সিজিও কমপ্লেক্সে হাজিরা না দেওয়ার পর ইডি এখন কী পদক্ষেপ করে সেদিকেই নজর থাকবে ওয়াকিবহল মহলের।