কলকাতা: সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে বেধড়ক মার খেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের মার খাওয়ার ঘটনা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। এই ঘটনা নিয়ে এ বার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি-র কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। শাহজাহানকে মুখ্যমন্ত্রী আড়াল করছেন বলে অভিযোগ মালব্যর। নিজের এক্স হ্যান্ডেলে রবিবার করা দীর্ঘ পোস্টে এই অভিযোগ তুলেছেন তিনি। মালব্যের এই পোস্টে মুখ্যমন্ত্রীকে বিঁধতেই পাল্টা পদক্ষেপ করেছে তৃণমূল। এই ধরনের মন্তব্যের জন্য মালব্যের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
রবিবার সকালে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে, অমিত মালব্য শেখ শাহাজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গী বলে চিহ্নিত করেছেন। ওই ঘটনার পর থেকে পলাতক শাহজাহান মুখ্যমন্ত্রীর আশ্রয়ে রয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। এমনকি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতার সমর্থন ছাড়া শাহনাহাজের পক্ষে পালানো সম্ভব নয়, বলেও দাবি মালব্যের। অতীতে বগটুইয়ে ঘটনার উল্লেখ করে মালব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রী অপরাধীদের পাশে থাকেন। ঠিক যেমন বগটুইয়ের ঘটনার পর অনুব্রত মণ্ডলের পাশে ছিলেন।
An FIR has been lodged by @Chandrimaaitc for this derogatory tweet by @amitmalviya against the Hon’ble CM. pic.twitter.com/tFEgBvELbp
— Nilanjan Das (@NilanjanDasAITC) January 7, 2024
মালব্য এ ধরনের অভিযোগ তুলতেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পত্রে তিনি লিখেছেন, “রাজ্যের শীর্ষ পদে থাকা কারও সম্পর্কে এ রকম অভিযোগ করা যায় না। এটা তাঁর সম্মানের পক্ষে আঘাতকারী।”