Amit Shah: ২৫ বৈশাখ ফের শহরে আসতে পারেন অমিত শাহ
Amit Shah: বঙ্গ বিজেপি সূত্রে খবর, এখনও কোনও কর্মসূচি স্থির হয়নি শাহের। তবে যদি তিনি শহরে আসেন, তাহলে দু'দিনের সফর করবেন।
কলকাতা: ভোট যে এগিয়ে আসছে, তা বোঝা যাচ্ছে রাজনৈতিক আবহেই। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আনাগোনা বাড়ছে কেন্দ্রীয় নেতাদের। সেই সঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে যাচ্ছে। সূত্রের খবর, বাংলার নতুন বছরে আবারও আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, ২৫ বৈশাখ ফের শহরে আসতে পারেন তিনি। যোগ দিতে পারেন রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর কোনও অনুষ্ঠানে।
বঙ্গ বিজেপি সূত্রে খবর, এখনও কোনও কর্মসূচি স্থির হয়নি শাহের। তবে যদি তিনি শহরে আসেন, তাহলে দু’দিনের সফর করবেন। ২৪ বৈশাখ রাজ্যের কোনও একটি জেলায় সভা করতে পারেন তিনি। ২৫ বৈশাখ কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
লোকসভাকে নজরে রেখে পঞ্চায়েত নির্বাচনকে সেমিফাইনাল হিসেবে ধরেই পরপর সফর করছেন অমিত শাহ। সূত্রের খবর, এটাই ছিল শুক্রবারের বৈঠকের মূল বার্তা। বীরভূমে গিয়েও তিনি বলেছেন, লোকসভা নির্বাচনে ৩৫ টি আসন পাওয়া লক্ষ্য বিজেপির। সুতরাং ২৪-এর ঘুটি এখন থেকেই সাজাতে চান অমিত শাহ তথা বিজেপি নেতৃত্ব। তাই প্রস্তুতিতেও কোনও খামতি রাখতে চান না তিনি। তাই পঞ্চায়েত ভোটের আগে একাধিকবার রাজ্যে আসতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।
শুক্রবারই রাজ্যে এসেছেন অমিত শাহ। দুদিনের কর্মসূচি রয়েছে তাঁর। এদিন সফরের শুরুতেই বীরভূমে জনসভা সেরেছেন। পরে কলকাতায় ফিরে নিউ টাউনের হোটেলে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি।