রহস্য রোমাঞ্চের জগতে ভাটা! কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব

অনীশ দেবের (Anish Deb) প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সাহিত্য মহল। কোভিডে (Covid 19) আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শেষ হয়ে গেল একটা অধ্যায়। পাঠক হারাল তাঁদের প্রিয় লেখককে।

রহস্য রোমাঞ্চের জগতে ভাটা! কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব
ফাইল ছবি

| Edited By: tista roychowdhury

Apr 28, 2021 | 9:28 AM

কলকাতা: প্রয়াত সাহিত্যিক অনীশ দেব (Anish Deb)। কোভিডে (Covid 19) আক্রান্ত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার তাঁকে রক্ত দেওয়া হয়। তিনি ভেন্টিলেশনে ছিলেন। বুধবার সকাল ৭টা ১০-এ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। অনীশ দেবের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সাহিত্য মহল। তাঁর মৃত্যুতে শেষ হয়ে গেল একটা অধ্যায়। পাঠক হারাল প্রিয় লেখককে।

অনীশবাবুর পরিবারের তরফে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ লেখক। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটলে অনীশবাবুকে ভেন্টিলেশনে দেওয়া হয়। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

“বাবা নেই। মা খুব ভেঙে পড়েছেন। আমাকেই স্ট্রং থাকতে হবে। আর তো উপায় নেই। বাবাই শিখিয়েছিলেন লড়াই জারি রাখতে।”  বাবার মৃত্যুতে আঘাত পেলেও ভেঙে পড়েননি লেখক কন্যা মোনালিসা। ফোনে টিভি নাইন বাংলাকে বললেন,  “বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। পরে কোভিডও ধরা পড়ে। অবস্থা খারাপ হচ্ছিল। প্লাজমা ডোনার দরকার ছিল। সবই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না।”

সাহিত্যিক অনীশ দেবের জন্ম ১৯৫১ সালে কলকাতায়। লেখালিখি শুরু করেন ১৯৬৮ সালে। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস ও গল্পগ্রন্থ– ঘাসের শীষ নেই, সাপের চোখ, তীরবিদ্ধ, জীবন যখন ফুরিয়ে যায় ইত্যাদি। সম্পাদনা করেছেন সেরা কল্পবিজ্ঞান, সেরা কিশোর কল্পবিজ্ঞান ইত্যাদি গ্রন্থ। তাঁর জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থ–- বিজ্ঞানের হরেকরকম, হাতে কলমে কম্পিউটার, বিজ্ঞানের দশদিগন্ত ইত্যাদি।

২০১৯ সালে কিশোর সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হন অনীশ দেব। এর আগে প্রাচীন কলাকেন্দ্র সাহিত্য পুরস্কার (১৯৯৮) ও ডঃ জ্ঞানচন্দ্র ঘোষ পুরস্কারে (১৯৯৯) সম্মানিত হয়েছেন তিনি।