কলকাতা: সাবওয়ে তৈরি হচ্ছে সমুদ্রগড় এবং ধাত্রিগ্রাম স্টেশনের মধ্যে। কাজও শুরু হয়ে গিয়েছে। সেই কাজের জন্যই ১১ ফেব্রুয়ারি রবিবার হওড়া থেকে একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকছে। এদিনই বিবৃতি দিয়ে রেলের তরফে এই ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, কখনও আবার ওভারহেডের কাজ, আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য দফায় দফায় ট্রেন বাতিল হয়েছে হাওড়ায়। খানিক ছবি দেখা গিয়েছে শিয়ালদহে। সবথেকে বেশি ট্রেন বাতিল দেখা গিয়েছে শনি-রবিবাবের সপ্তাহান্তে। এবার ফের ট্রেন বাতিলের খবর সামনে আসতেই তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতর। ফের ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।
বাতিল খাতায় থাকছে
ব্যান্ডেল থেকে: 37745, 37747, 37749
হাওড়া থেকে: 37911, 37913, 37915, 37917, 37235
শিয়ালদহ থেকে: 31111
কাটোয়া থেকে: 37914, 37916, 37918, 37920, 37922, 37744, 37746, 31112, 03061
আজিমগঞ্জ থেকে: 03062
ঘুরপথে টালানো হবে কিছু ট্রেনকে। তালিকায় 15643 পুরী – কামাখ্যা এক্সপ্রেস।ব্যান্ডেল – বর্ধমান – রামপুরহাট – গুমানি – নিউ ফারাক্কা হয়ে বর্ধমান, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি থেকে ট্রেনটিকে ডাইভার্ট করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ডাইভার্ট করা হবে 13466 মালদা টাউন – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসতেও। ব্যান্ডেল থেকে ট্রেনটিকে ডাইভার্ট করা হবে বলে জানা যাচ্ছে। তবে এদিন আরও একটি সুখবরও দিয়ছে রেল। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালের নতুন স্টপেজের ঘোষণা করা হয়েছে রেলের তরফে। শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে যে শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল ছাড়ে সেটি ১২ ফেব্রুয়ারি থেকে বিধাননগরে দাঁড়াবে বলে জানা যাচ্ছে। আগে বিধাননগরে দাঁড়াত না।