কলকাতা: বিসি রায় হাসপাতালে (BC Roy Hospital) শিশুমৃত্যু অব্যাহত। জ্বর-শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে মঙ্গলবার সকালে ফের মৃত্যু হয়েছে এক শিশুর (Child Death)। প্রাণ হারাল পাঁচ বছরের এক শিশুকন্যা। মৃত ওই শিশুর নাম বিদিপ্তা প্রামাণিক। বাড়ি হাওড়ার বালিতে। শারীরিক অসুস্থতা নিয়ে প্রথমে ওই শিশুকে ভর্তি করা হয়েছিল উলুবেড়িয়ার এক নার্সিংহোমে। শুক্রবার থেকে ওই নার্সিংহোমে ভর্তি ছিল বিদিপ্তা। শুক্র ও শনিবার নার্সিংহোমে থাকার পর রবিবার কলকাতায় বিসি রায় হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। জানা যাচ্ছে, সেই সময় বিদিপ্তার বুকে অনেকটা কাফ জমে ছিল। আজ সকালে সাড়ে ৯টা নাগাদ বালির ওই ছোট্ট শিশুকন্যার মৃত্যু হয়।
চিকিৎসক মহলের একাংশ আগে থেকেই বলে আসছিলেন, যখন বিসি রায় শিশু হাসপাতালে রোগীদের আনা হচ্ছে, তখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রেও অনেকটা একই ধরনের সমস্যা দেখা গেল। প্রথমে বিদিপ্তা উলুবেড়িয়ার এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সেখানে দুইদিন ভর্তি ছিল সে। তারপর রবিবার নিয়ে আসা হয় বিসি রায় শিশু হাসপাতালে। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সচেতনতা প্রচারের ক্ষেত্রে কোথাও কোথাও অভাব দেখা যাচ্ছে। জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্ট জনিত সমস্যার বিষয়ে বাবা-মায়েদের আরও বেশি করে সচেতন করা দরকার। তাহলে কোনও শিশুর শারীরিক অসুস্থতা দেখা দিলে, তা মরশুমি অসুস্থতা ভেবে বাড়িতে না ফেলে রেখে, আরও তাড়াতাড়ি শিশুরোগ বিশেষজ্ঞ কোনও চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন অভিভাবকরা।
প্রসঙ্গত, শিশুদের ক্ষেত্রে জ্বর-শ্বাসকষ্ট জনিত সমস্যা সামাল দিতে তৎপর রাজ্যের স্বাস্থ্য দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন দূরবর্তী হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে রেফার করার ফলে অনেক ক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। চিকিৎসক মহলের একাংশও এই সমস্যার কথা জানাচ্ছেন। বিশেষ করে বিসি রায় হাসপাতালে বিগত কিছুদিনে যে শিশুদের মৃত্যু হচ্ছে, তাঁদের বেশিরভাগই অন্য কোনও হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে।