
কলকাতা: সকাল থেকেই। গরমও বাড়ছে। তবে তাই বলে ভাবনে না বিপদ কেটে গিয়েছে। কারণ, ১৩ অগস্টের জন্য বড়সড় অশনিসংকেত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আপতত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি কমলেও বুধবার উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। যার জেরে মঙ্গলবার ও বুধবার বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের।
অন্যদিকে তেজ সামান্য পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। দিল্লির ওপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা ভাতিণ্ডা, রোহতক, দিল্লি, বরেলি, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দিঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার জেরে বর্তমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে।
সোমবার ও মঙ্গলবারও মোটের উপর একই ছবি দেখা গেলেও বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। বাকি জেলাগুলিতেও চলবে বৃষ্টি। নিম্নচাপ চেপে বসলে অবস্থা আরও গুরুতর হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে। তবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে।
অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছেই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৩ শতাংশের মধ্যে।