Jadavpur University: জামিন পেয়েছেন সোহেল, এবার গ্রেফতার যাদবপুরের আর এক ছাত্র
Jadavpur University: গত ১ মার্চ অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বৈঠকে হাজির ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল পড়ুয়া। সেই বিক্ষোভ চরম আকার নেয়। সেই ঘটনার পর থেকে তদন্ত করছে পুলিশ।

যাদবপুর: বিক্ষোভ-সংঘর্ষের ঘটনার পর ১২ দিন কেটে গিয়েছে। এখনও চলছে ধরপাকড়। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরও এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শৌন্যদীপ মাহাত। তাঁর বিরুদ্ধে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনার দিন রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা একটি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শৌন্যদীপ আগুন ধরিয়ে দিচ্ছিলেন। সেই অভিযোগেই এদিন গ্রেফতার করা হয়েছে শৌন্যদীপকে। বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে বলে সূত্রের খবর।
গত ১ মার্চ অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বৈঠকে হাজির ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল পড়ুয়া। সেই বিক্ষোভ চরম আকার নেয়। সেই ঘটনার পর থেকে তদন্ত করছে পুলিশ। মামলা চলছে হাইকোর্টেও।
ওইদিনের ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন মহম্মদ সাহিল আলি নামে আরও এক ছাত্র। তাঁকে বুধবার আলিপুর কোর্টে তোলা হয়। ৫০০০ টাকার ব্যক্তিগত বন্ডে এদিন শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাঁকে। অন্যদিকে, এদিনই আদালতে স্বস্তি পেয়েছেন যাদবপুরের আর এক ছাত্র উদ্দীপন কুণ্ডু। তবে এই মুহূর্তে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।





