Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: কেমন আছেন? হুইল চেয়ারে বসেই উত্তর দিলেন কেষ্ট মণ্ডল

Anubrata Mondal: সম্প্রতি শরীর খারাপ হওয়ায় জেলের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় অনুব্রত মণ্ডলকে।

Anubrata Mondal: কেমন আছেন? হুইল চেয়ারে বসেই উত্তর দিলেন কেষ্ট মণ্ডল
অনুব্রত মণ্ডল (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 6:18 PM

নয়া দিল্লি : প্রায় এক মাস কেটে গেল দিল্লিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তিহাড় জেলেও কেটে গেল বেশ কয়েকটা দিন। এই কয়েকদিনে যেন কিছুটা বদলে গিয়েছেন কেষ্ট মণ্ডল! উধাও সেই চেনা পোশাক। ফতুয়া-পাঞ্জাবির জায়গায় পরনে সাদা-কালো টিশার্ট আর ট্রাউজার। পায়ে হেঁটে নয়, হুইল চেয়ারে আদালতে প্রবেশ করতে দেখা গেল বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। কেমন আছেন তৃণমূল নেতা? সোমবার আদালতে প্রবেশ করার সময় তিনি বললেন, ‘শরীর ভাল নেই।’ জেলের স্বাস্থ্যকেন্দ্র বা ডিসপেনশরিতেই রয়েছেন তিনি। এদিন শুনানি থাকায় সশরীরে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির হয়েছিলেন অনুব্রত। তবে এদিন আইনজীবীদের কর্মবিরতি থাকায় শুনানি হয়নি। ১৭ এপ্রিল পর্যন্ত জেলে থাকতে হবে অনুব্রতকে।

এদিন আদালতে প্রবেশ করার সময় সাংবাদিকদের দিকে তাকিয়ে অনুব্রত জিজ্ঞেস করেন, ‘ভাল আছেন?’ পরে তাঁর স্বাস্থ্যের ব্যাপারে প্রশ্ন করা হলে অনুব্রত বলেন, ‘শরীর ভাল নেই।’ বুকে হাত দিয়ে বলেন, বুকে ব্যথা, শ্বাসকষ্ট হচ্ছে। জেলের স্বাস্থ্যকেন্দ্রে আছেন বলেই জানান তিনি। পরে বেরনোর সময় বলেন, ‘বেল পেলে ভাল হয়।’

একজন আইনজীবীকে শনিবার কোর্টে পায়ে গুলি করে এক আততায়ী। যার ফলে, গুরুতর আহত হয়ে মৃত্যু হয় আইনজীবীর। সেই জন্য সোমবার বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্ট্রাইক ডাকা হয়েছিল। কিন্তু কোর্ট খোলা ছিল। ১৫ এপ্রিল জেল হেফজতের নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের।

অনুব্রত এমনিই ডায়াবেটিসের রোগী। ইনসুলিনও চলছে। বারবার স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতে সমস্যা হচ্ছে তাঁর। সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে। ওজনও অনেকটাই বেশি। শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই গত সোমবার ডিসপেনসরিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সূত্রের খবর ডিসপেনসরিতে রয়েছে অক্সিজেন, থাকছে নেবুলাইজারের ব্যবস্থাও। সঙ্গে ডাক্তারের পরামর্শ মেনে চলছে পথ্য।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'