Anubrata Mondal: ‘আপনার মক্কেল এত VIP! আপনার তো গর্ব হওয়া উচিত’, হেসে বললেন বিচারপতি
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি চেয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা ফের পিছিয়ে গেল। দুবরাজপুরের কেস ডায়েরি তলব করল আদালত।
কলকাতা : ফের কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন সংক্রান্ত মামলা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুবরাজপুর থানায় যে মামলা রুজু হয়েছে তার কেস ডায়েরি চাইল হাইকোর্ট। একই সঙ্গে আসানসোল বিশেষ আদালতের বিচারকের হুমকি পাওয়ায় যে অভিযোগ উঠেছিল, সে কথা ফের মনে করিয়ে দিলেন বিচারপতি। সে বিষয়ে রাজ্য কী তদন্ত করেছে, সেটাও জানতে চায় আদালত। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। এদিন হাসতে হাসতে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলকে বিচারপতি বলেন, ‘কেন্দ্র ও রাজ্য উভয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত করতে চায়। আপনার মক্কেল এত ভিআইপি (ভেঙে বলেন ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন) , আপনার গর্ব হওয়া উচিত।’ আগামী ৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সম্প্রতি বীরভূমের দুবরাজপুরে একটি এফআইআর দায়ের হয়েছে। একটি পুরনো মামলায় খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। এদিন হাইকোর্ট সেই মামলারই কেস ডায়েরি চেয়েছে।
এর আগে এই মামলার শুনানিতেই অনুব্রতকে প্রভাবশালী বলে উল্লেখ করেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। সেদিন তিনি উল্লেখ করেছিলেন আসানসোল সিবিআই আদালতের বিচারকের হুমকি চিঠি পাওয়ার কথা। অনুব্রতকে জামিন দিতে হবে বলে হুমকি চিঠি পেয়েছিলেন বিচারক। আর সেই উদাহরণ টেনেই অনুব্রতর প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। শুক্রবার ফের সেই ঘটনার কথা মনে করালেন বিচারপতি। হুমকির বিষয়ে রাজ্য কী তদন্ত করেছে, তাও জানতে চায় আদালত।
গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি। সেই নিয়ে মামলা চলছে দিল্লি হাইকোর্টেও। আর এদিকে জামিনের আর্জি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। এই সব মামলার ওপর অনুব্রতর দিল্লির যাওয়ার সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে বলে মনে করছেন আইনজীবীরা।