New Year in Kolkata: পাখির চোখে পার্কস্ট্রিট, উড়বে ড্রোন, বর্ষবরণে কলকাতার খেয়াল রাখতে মাঠে প্রায় আড়াই হাজার পুলিশ

Susovan Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Dec 28, 2023 | 11:49 PM

New Year in Kolkata: বড়দিন থেকেই ভিড় বাড়তে শুরু করেছে পার্কস্ট্রিট চত্বরে। পার্কস্ট্রিটকে চোখের আড়াল করেনি কলকাতা পুলিশও। একই ছবি দেখা যেতে চলেছে নতুন বছরের শুরুর দিনেও। কড়া নজরদারি চলবে পার্কস্ট্রিট ও পার্শ্ববর্তী এলাকায়। পুলিশের সংখ্যা সবথেকে বেশি থাকবে এই এলাকাতেই।

New Year in Kolkata: পাখির চোখে পার্কস্ট্রিট, উড়বে ড্রোন, বর্ষবরণে কলকাতার খেয়াল রাখতে মাঠে প্রায় আড়াই হাজার পুলিশ
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: প্রতিবারের মতো এ বছরও বর্ষবরণের রাতে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা পড়তে চলেছে তিলোত্তমা। শুরুটা হয়েছিল দুর্গাপুজোয়। তারপর কালীপুজো থেকে বড়দিন, রাতভর মাঠে নেমে ভিড় সামাল দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বর্ষবণের রাতেও জোরদার নিরাপত্তায় লালবাজার। কোন জায়গায় কোথায় কেমন নিরাপত্তা ইতিমধ্যেই তার ছকও তৈরিও করে ফেলেছেন লালবাজারের কর্তারা। সূত্রের খবর, ৩১ ডিসেম্বর শহরে মোতায়েন থাকবে আড়াই হাজার পুলিশ কর্মী। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি ২৪০০ পুলিশ মোতায়েন থাকবে তিলোত্তমায়। 

এদিকে বড়দিন থেকেই ভিড় বাড়তে শুরু করেছে পার্কস্ট্রিট চত্বরে। পার্কস্ট্রিটকে চোখের আড়াল করেনি কলকাতা পুলিশও। একই ছবি দেখা যেতে চলেছে নতুন বছরের শুরুর দিনেও। কড়া নজরদারি চলবে পার্কস্ট্রিট ও পার্শ্ববর্তী এলাকায়। পুলিশের সংখ্যা সবথেকে বেশি থাকবে এই এলাকাতেই। সূত্রের খবর, ৩১ তারিখ রাত ও ১ জানুয়ারী পার্ক স্ট্রিট এলাকাকে ৬ টি সেক্টরে ভাগ করা হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১০ জন ডেপুটি কমিশনার পদ মর্যাদার অফিসার। তাঁদের অধীনে কাজ করবেন বেশ কিছু ইনস্পেকটর, সাব-ইনস্পেকটররা।

বর্ষবরণের উদযাপনের মধ্যেই শহরে থাকছে ৩টি ওয়াচ টাওয়ার। সেগুলি থেকেও কড়া নজরদারি চালাবে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলির জন্য থাকছে বিশেষ নজরদারির ব্যবস্থা। ভিক্টোরিয়া,  চিড়িয়াখানা, তারা মণ্ডল, চার্চ সহ বেশ জায়গায় নজরদারির জন্য মোতায়েন থাকছে বাড়তি পুলিশ বাহিনী। প্রতি জায়গাতেই এক জন ইনস্পেকটর পদমর্যাদার অফিসার দায়িত্বে থাকবেন বলে জানা যাচ্ছে। 

অন্যদিকে লালবাজারের কড়া নজরদারি চলবে শহরের হোটেলগুলিতেও। বাইককে ঢাল করে শহরের ছিনতাই, মোবাইল চুরি,  শ্লীলতাহানির মতো ঘটনা রুখতে রাতভর চলবে পেট্রোলিং। আকাশে উড়বে ড্রোন। মহিলাদের নিরাপত্তার জন্য মাঠে নামচে কলকাতা পুলিশের উইনার্স টিম। যত্রতত্র মানুষের ভিড়ে মিশে থাকবে সাদা পোশাকের পুলিশও।

Next Article