Arpita Mukherjee: চুরি যাচ্ছে বাবার সামগ্রি, খুলতে চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আদলতে আর্জি অর্পিতার

Arpita Mukherjee: সোমবার আদালতে অর্পিতা হাজিরা দিয়েছেন। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, অর্পিতার বাবা মা দু'জনের মৃত্যু হয়েছে। তাঁরা দু'জনেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন। তাঁদের পেনশনের টাকা অর্পিতা মুখোপাধ্যায় পাবেন। সেই টাকা পেতে অ‍্যাকাউন্ট খোলার প্রয়োজন।

Arpita Mukherjee: চুরি যাচ্ছে বাবার সামগ্রি, খুলতে চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আদলতে আর্জি অর্পিতার
অর্পিতা মুখোপাধ্যায়

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 17, 2025 | 8:33 PM

কলকাতা: গত বছরই জামিনে মুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দেয় বিশেষ ইডি আদালত। এবার বিশেষ ইডি আদালতে সোমবার ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি চেয়ে আবেদন করেলেন অর্পিতা মুখোপাধ্যায়।

সোমবার আদালতে অর্পিতা হাজিরা দিয়েছেন। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, অর্পিতার বাবা মা দু’জনের মৃত্যু হয়েছে। তাঁরা দু’জনেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন। তাঁদের পেনশনের টাকা অর্পিতা মুখোপাধ্যায় পাবেন। সেই টাকা পেতে অ‍্যাকাউন্ট খোলার প্রয়োজন।

অর্পিতার সব ক’টি ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ইডি বাজেয়াপ্ত করেছে। তাই বাবা মায়ের পেনশনের টাকা পেতে নতুন অ‍্যাকাউন্ট প্রয়োজন। সেই অ‍্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হোক আদালতের তরফে, সেই মর্মে আবেদন জানানো হয়। সংশ্লিষ্ট বিষয়ে ইডির তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে বাবার সম্পত্তি থেকে চুরি হয়েছে সামগ্রি। সেই বিষয়ে আদালতে জানান অর্পিতা। বিচারক চুরির বিষয়ে স্থানীয় থানায় অর্পিতাকে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।