AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arup Biswas on Buddhadev Bhattacharya: বুদ্ধবাবুকে নিয়ে অরূপের মুখে বিস্ফোরক দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি…

Arup Biswas on Buddhadev Bhattacharya: অরূপ বিশ্বাসের কথায়, "এখানে ২৪ বছর বিধায়ক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি এখানকার মানুষের জন্য, এলাকার জন্য কিছু করেননি। স্বাধীনতার পর থেকে এখানে সিপিএমের পুরপ্রতিনিধিও ছিলেন। তারপরও কোনও উন্নয়ন হয়নি। অথচ মাত্র দু'বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমাদের পুরপ্রতিনিধি সন্দীপ দাস দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কাকে বলে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট।"

Arup Biswas on Buddhadev Bhattacharya: বুদ্ধবাবুকে নিয়ে অরূপের মুখে বিস্ফোরক দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি...
বুদ্ধদেব ভট্টাচার্য নিয়ে কী বললেন অরূপ বিশ্বাস।
| Edited By: | Updated on: May 11, 2024 | 11:00 PM
Share

কলকাতা: সায়নী ঘোষের হয়ে ভোটপ্রচারে মন্ত্রী অরূপ বিশ্বাস। আর ভোটপ্রচারে বেরিয়ে তাঁর মুখে শোনা গেল যাদবপুরের এক সময়ের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর নাম। সায়নীর জয় নিয়ে আশাবাদী অরূপের দাবি, দীর্ঘদিন এই এলাকা সিপিএমের গড় ছিল। অথচ তারা এখানে কোনও কাজই করেনি। বলেন, কাজ করেননি বুদ্ধদেব ভট্টাচার্যও।

অরূপ বিশ্বাসের কথায়, “এখানে ২৪ বছর বিধায়ক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি এখানকার মানুষের জন্য, এলাকার জন্য কিছু করেননি। স্বাধীনতার পর থেকে এখানে সিপিএমের পুরপ্রতিনিধিও ছিলেন। তারপরও কোনও উন্নয়ন হয়নি। অথচ মাত্র দু’বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমাদের পুরপ্রতিনিধি সন্দীপ দাস দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কাকে বলে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট।”

বর্ণাঢ্য শোভাযাত্রা করে এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ প্রচারে বেরোন। রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাসও ছিলেন। যাদবপুর কেন্দ্র থেকে জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী সায়নী ঘোষ।

অরূপও বলেন, “যখন থেকে আমি যাদবপুরের দায়িত্বে আছি কবীর সুমনের থেকে ভোট বাড়িয়েছেন সুগত বসু, তার থেকে বেশি ভোটে জিতেছেন মিমি চক্রবর্তী। এবার তার থেকেও বেশি ভোটে জিতবেন সায়নী ঘোষ। এটায় আমাদের কোনও ক্রেডিট নেই। পুরো ক্রেডিট মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর উন্নয়ন, মানুষের পাশে থাকা, ৬৭টা প্রকল্প। মানুষ দু’হাত তুলে আশীর্বাদ করছেন।”